আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ
একদিন আমার স্ত্রীর সাথে চ্যাট করছিলাম,একটি পর্যায়ে আমার মনে মনে এই কথা টা আসলো যে, আমি যদি তাকে এই মেসেজটি পাঠাই তাহলে সে তালাক হয়ে যাবে এবং সেটা আমি পাঠিয়েও দেই,কিন্তু যে মেসেজটি আমি তাকে পাঠাই সেটাতে কোন তালাকের কথাই ছিলো না বা তালাক্ব শব্দটিও লেখা ছিলো না, আমি জাস্ট তাকে একটা স্টিকার পাঠাই এবং পাঠানোর আগে আমি মনে মনে বলেছিলাম এই কথাটি, তাকে আমি সরাসরি বা লেখে বা কল করে মুখেও বলিনি,এমনকি তালাক শব্দটি তখন মুখেও উচ্চারণ হয়নি,
ঘটনাটি ঘটার পরই আমার খুবই ভয় পাচ্ছি যে কোন কিছু হয়ে গেলো কিনা,
আরেকটি প্রশ্ন : কেউ যদি মনে মনে তালাকের নিয়ত করে কিছু বলে বা করে যেমন ঃ মনে মনে তালাকের নিয়তে তার মনে এই কথাটি আসলো ঃ এই রাস্তা দিয়ে যদি কোন বেগানা নারী হেটে যায় তাহলে আমার স্ত্রী তালাক, অথবা মনে মনে তালাকের নিয়ত করে সে একটি কাজ করলো এবং কাজটি করার আগে সে বললো যে, আমি এই কাজটি করলে আমার স্ত্রী তালাক হবে, এটা যদি সে তালাকের নিয়ত করে মনে মনে বলে এবং মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ না করে তাহলে সেটার হুকুম কি??
প্লিজ শায়েখ দয়া করে উত্তরটি দিয়ে আমাকে সাহায্য করুন