আসসালামু আলাইকুম, একটু দ্রুত উত্তর দিয়ে উপকার করবেন প্লিজ।
আমার বোন ঢাকা থেকে বিমানে রাজশাহী আসবে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, ঢাকা বিমানবন্দর থেকে আমার ভাই বিমানে তুলে দিবেন এবং রাজশাহী বিমানবন্দর থেকে আমি রিসিভ করবো।
বিমানে আসতে ১ ঘন্টার মত সময় লাগার কথা। এখন আমার বোন জানতে চাইছে
তার এই ভ্রমণের কারণে সে গুনাহগার হবে কি না?
এবং সাথে আমার প্রশ্ন , দ্রুতগতিসম্পন্ন সব যানবাহনের ক্ষেত্রেও কি নারীরা একা ৪৮ মাইলের বেশি পথ ভ্রমণ করতে পারবেন না?