আসসালামু আলাইকুম
১) কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ফেসবুকে গ্রুপ খুলল। এক্ষেত্রে যদি ফেসবুক গ্রুপে থাকা কেউ নন মাহরামের পোস্টে কমেন্ট করে বা নন-মাহরামকে ইনবক্সে নিয়ে যায় তাহলে কি গ্রুপের এডমিনের গুনাহ হবে?মানে এডমিন না নিয়ে গ্রুপের অন্য কেউ করতেছে। যেহেতু মুসলমানদের মধ্যে অনেকেই মাহরাম, নন-মাহরাম এ বিষয় গুলো মানেনা। আর এরা শুধু এক গ্রুপে নয় অন্য গ্রুপেও হয়তো একই কাজ করবে। আমি তো জানি প্রত্যেকের কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে। কেউ ইসলাম না মানলে এটা একান্ত তো তার গুনাহ হবে?
২) আমি রিসেলিং এর জন্য ফেসবুকে বিজনেস পেজ খুলতে চাচ্ছি। ফেসবুকের বিজনেস পেজ খুললে শুনসি একটা ওয়েবসাইটে আবেদন করতে হয় সরকারি লাইসেন্সের জন্য। যেটায় আগে শুনসিলাম টাকা লাগে না এখন হয়তো লাগতেও পারে। কিন্তুু এক্ষেত্রে অনেক তথ্য দিতে হয়। যেতেতু রিসেলিং করব কোনো একটা প্রডাক্ট তাই পেজ ভালোভাবে না চললে বন্ধ করে দিব আর চললে পরে লাইসেন্সের জন্য আবেদন করব। এখন লাইসেন্স না নিয়ে ব্যবসা করে গেলে এবং মুনাফা হলে সেই আায় কি ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম হবে? এতে কি আমার গুনাহ হবে।
৩) [২] নং অনুযায়ী আমি যদি কখনো নিজের ব্যবসা চালু করি এবং [২] নং এর মতো সেক্ষেত্রে কি হুকুম হবে?
৪) যার থেকে কোনো পণ্য বা ফল নিয়ে আমি রিসেলিং করতেছি, এখন তার পণ্য বা ফলে কোনো যদি সমস্যা হয় তাহলে কি আমার আয়কৃত টাকা হারাম হয়ে যাবে। যেমন: কেউ বললো সব আম মিষ্টি হবে কিন্তুু কিছু আম পাইনশা বা টক ও হইছে।
জাযাকাল্লাহু খাইরান