আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।
সম্মানিত শায়খ, আমার স্বামী একজন রিভার্টেড মুসলিম। উনার মা-বাবা হিন্দু ধর্মাবলম্বী। বিয়ের আগে আমার স্বামী বাবা-মার সঙ্গেই থাকতেন, এখন আমাকে নিয়ে আলাদা বাসায় থাকেন। কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমার স্বামী নিয়মিত উনার মা-বাবার নিকট যাতায়াত করেন (না গেলে উনাদের ইসলামের প্রতি বিরূপ ধারণা হতে পারে ভেবে)। সপ্তাহে এক /দুই দিন থাকেন, উনাদের সঙ্গেই খান। ফেরার সময় উনার মা উনাকে বিভিন্ন মাছ, মাংস(দোকান থেকে কেনা) আর সবজির তরকারি নিজেই রেঁধে দেন বাসায় এনে খাওয়ার জন্য। স্বামীর মন রাখার উদ্দেশ্যে আমিও সেই তরকারিগুলো খেতাম। আমার শাশুড়ি এ রান্নাগুলো আমার স্বামীর হালাল উপার্জনের থেকে কিনে করেন। কিন্তু শাশুড়ি যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তাই উনি রান্নার সময় গইরুল্লাহর নাম নেন কিনা এই সংশয় থেকে আমি বুঝতে পারছি না যে আমার ও আমার স্বামীর এই খাবার খাওয়া ঠিক হবে কিনা। উল্লেখ্য, আমি অন্তঃসত্ত্বা।
জাযাকাল্লাহু খইরন।