আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
131 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (35 points)
১. সুন্নত এবং নফল নামাজে সিজদাহ এ অনেক সময় ব্যয় করা কি ফজিলত পূর্ণ? আমার সিজদাহ্ এ অনেকক্ষন থাকতে ভাল লাগে। আমি কি আমার মন মত সময় দীর্ঘ করতে পারবো?

২. এই প্রশ্নটি ইনবক্সে করেছি, চেক করার অনুরোধ রইল।

৩. ঈদে গরু কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি?

৪. ইংরেজি শব্দের অর্থ নিয়ে একটি বই লিখতে চাচ্ছি। এই বইয়ে শব্দ দিয়ে বাক্যও থাকবে। বাক্যগুলো কি ইন্টারনেট থেকে কপি করা যাবে? সেই ওয়েবসাইটের ক্রেডিট দিতে হবে?

1 Answer

0 votes
by (559,530 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম 


(০১)
হ্যাঁ, এক্ষেত্রে দোয়া তাসবিহে লিপ্ত থাকা ফজিলত পূর্ণ।  তবে একসাথে তিন তাসবিহ বলা সমপরিমাণ সময়  চুপ থাকা যাবেনা।

(০২)
জী,চেক করছি।

(০৩)
https://ifatwa.info/46989/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
কুরবানীর ক্ষেত্রে যে সমস্ত প্রানী বড়,যেমন গরু,উট, মহিষ।
সেক্ষেত্রে তার মধ্যে সর্বোচ্চ সাত ভাগে কুরবানী দেয়া যাবে।

এটি হাদীস দ্বারা প্রমানীত।
,
হাদীস শরীফে এসেছেঃ 

 عن جابرٍ، قال: خرجنا مع رسولِ الله صلى الله عليه و سلم مُهِلِّيْنِ بالحَجِّ فأمرنا رسول الله صلى الله عليه و سلم أن نشترِكَ في الإبل والبقرِ، كل سبعةٍ منا في بَدَنَةٍ. رواه مسلم

“জাবের (রাযি:) হতে বর্ণিত, তিনি বলেন: আমরা নবী (সা:) এর সাথে হজ্জের উদ্দেশ্যে বের হলাম। অতঃপর তিনি (সা:) আমাদের উট ও গরুতে শরীক হওয়ার আদেশ দেন। আমাদের মধ্যে প্রত্যেক সাত জনকে একটি উটে”। [মুসলিম, অধ্যায়, হাজ্জ, অনুচ্ছেদ নং ৬২, হাদীস নং ৩৫১]

عن جابر بن عبد الله، قال: حججنا مع رسول الله صلى الله عليه و سلم، فنحرنا البعير عن سبعة، والبقرة عن سبعة. رواه مسلم

আবদুল্লার পুত্র জাবির থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হজ্জ করলাম। অতঃপর সাত জনের পক্ষে একটি উট নহর করলাম এবং সাত জনের পক্ষে একটি গাভী। [মুসলিম, অধ্যায়, হাজ্জ, অনুচ্ছেদ নং৬২, হাদীস নং ৩৫১]

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
একটি গরুতে যেহেতু সর্বোচ্চ সাত ভাগ দেয়া যায়,তাই কুরবানীর গরুতে কেহ যদি কয়েক ভাগ কুরবানীর জন্য আর কয়েক ভাগ আকীকা হিসেবে নিয়ত করে,সেক্ষেত্রে তাহা আদায় হবে।
সমস্যা নেই।

''وكذا لو أراد بعضهم العقيقة عن ولد قد ولد له من قبل ؛ لأن ذلك جهة التقرب بالشكر على نعمة الولد ذكره محمد''۔(فتاوی شامی ۔6/ 326، کتاب الاضحیۃ، ط: سعید)
সারমর্মঃ-
কেহ যদি কুরবানীর পশুতে আকীকার নিয়ত করে,সেক্ষেত্রে তাহা আদায় হয়ে যাবে।
কেননা এটি সন্তান জন্মের উপর শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট তালাশ করা।

(০৪)
আপনি যেখান থেকে লেখা নিবেন,তাদের পক্ষ থেকে এভাবে কপি করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলে সেক্ষেত্রে কপি করলে ওয়েবসাইটের ক্রেডিট দিতে হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (559,530 points)
بدائع الصنائع: (72/5، ط: دار الکتب العلمیة)
ولو أرادوا القربة؛ الأضحية أو غيرها من القرب أجزأهم سواء كانت القربة واجبة أو تطوعا أو وجبت على البعض دون البعض، وسواء اتفقت جهات القربة أو اختلفت بأن أراد بعضهم الأضحية وبعضهم جزاء الصيد وبعضهم هدي الإحصار۔۔۔۔وهذا قول أصحابنا الثلاثة وقال زفر - رحمه الله -: لا يجوز إلا إذا اتفقت جهات القربة بأن كان الكل بجهة واحدة۔۔۔۔۔۔(ولنا) أن الجهات - وإن اختلفت صورة - فهي في المعنى واحد؛ لأن المقصود من الكل التقرب إلى الله - عز شأنه - وكذلك إن أراد بعضهم العقيقة عن ولد ولد له من قبل؛ لأن ذلك جهة التقرب إلى الله تعالى - عز شأنه - بالشكر على ما أنعم عليه من الولد

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...