ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ইমাম সাহেব সালাম ফিরানোর পর আপনি যেই এক রাকাত একাকি পড়বেন,সেই রাকাতে ভুল হলেই কেবল আপনি সাহু সিজদা দিবেন।অন্যথায় আপনার উপর নিজের কোনো ভুলের কারণে সাহু সিজদা আসবে না।
(২)
" এখানে ইসলামী নিয়ম অনুযায়ি বিক্রিত মাল ফিরত নেয়া হয়"
ক্রয় বিক্রয়ের পর উভয়ের সন্তুষ্টিতে বিক্রিত মাল ফিরত গ্রহণ বৈধ। তবে পণ্যে ত্রুটি থাকলে সেই মালকে তিন দিনের ভিতর ফেরত গ্রহণ বাধ্যতামূলক। কখনো অপশনাল হিসেবে বিবেচিত হবে এবং কখনো বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হবে।
(৩)
আপনি যে করেই হোক টিকিট সংগ্রহণ করে রেলে যাতায়ত করবেন। এজন্য সকল প্রকার চেষ্টা করবেন।টিটি যদি ঘুষ ব্যতিত টিকেট না দেয়, তাহলে আপনার জন্য জরুরতের কারণে ঘুষ দেওয়া বা অতিরিক্ত টাকা দেয়া জায়েয হলেও টিটির জন্য গ্রহণ করা জায়েয হবে না।
(৪)
কখনো সরকারের কোনো টাকা বকেয়া থেকে গেলে সরকারের একাউন্টে জমা দিয়ে দিবেন। অথবা ডাক টিকেট ক্রয় করে ফেলে দিবেন।
(৫) ' ইমামের পিছনে ইচ্ছাকৃত কিরাত পরা মাকরুহে তাহরিমী ' হারামের কাছাকাছি তবে,কিরাত পড়লে নামায ভঙ্গ হবে না।