আসসালামু'আলাইকুম। পরিচিত একজনের কাছ থেকে ঘটনাটি শোনা।
একজন মহিলার সাথে তার স্বামীর দ্বন্দ চলছিলো। মহিলাটির সাথে তার একজন টিচারের দুইদিন কনভারসেশন হয়েছে,মহিলাটি নাকি প্রথমে তার স্বামীকে জানিয়েই নিয়েছিলেন টিচারের সাথে কথা বলবেন। সর্বশেষ নাকি টিচারটা তাকে নক দিয়েছিলেন "Hi" বলে, কিন্তু তিনি রিপ্লাই দেননি, কিন্তু তার স্বামী রাগারাগি শুরু করেন। তখন মহিলাটি তার ভাবী,স্বামীর সামনে কুরআন ধরে বলেন "আমি উনার সাথে ১ দিন কথা বলেছি শুধু"
অর্থাৎ তিনি ২ দিনের পরিবর্তে ১ দিন বলেছেন। প্রশ্ন হলো এই মিথ্যার দরুণ তার এখন কী করণীয়? তাওবাহ ছাড়া আর কোনো করণীয় আছে কি?