১)প্রায় দেড় বছর আগের ঘটনা। আমি তখন তালাকের মাসলা মাসায়েল জানতাম না। এবং এটা নিয়ে প্রায় সন্দেহের মধ্যে থাকতাম যে , অতীতে আমি কি কখনো অই শব্দটা বলেছি নাকি বলিনি।আমার আর আমার স্ত্রীর সম্পর্ক টা কি হালাল আছে ।পরে জানতে পারি সন্দেহের ভিত্তিতে অওটা হয়না। এর পর থেকে আমার ওয়াসওয়াসা রোগ শুরু হয়। আজকে মনে পড়ছে সেই দেড় বছর আগে প্রথম প্রথম যখন এগুলো চিন্তা করতাম সেই তখন একদিন চিন্তা করছিলাম ,
"যে দুনিয়ায় কোন একজন আলেমও যদি বলে থাকেন আমাদের সম্পর্ক হালাল আছে তাহলে উনার কথাই শুনবো"
উপরের বাক্যটা কি আমি মুখে বলেছিলাম নাকি শুধু মনে মনেই চিন্তা করেছি তখন এটা বুঝতে পারছিনা।
আমার উপরোক্ত কথার কারনে কোন সমস্যা হবে কিনা?
২) আমি এখানে প্রশ্ন যখন লিখছিলাম মনের মধ্যে ওয়াসওয়াসা আসছে যে আমি স্ত্রীকে উদ্দেশ্যে করে অই শব্দটা নাকি লিখেছি।আমি তো এখানে প্রশ্ম করার জন্য জানার জন্য লিখলাম। মনের মধ্যে প্রচন্ড ভয় হচ্ছে এখন। প্রশ্ন লিখার পর থেকে মনের মধ্যে এখনো শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে আমি স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছি। এ ব্যাপারে একটু জানাবেন যেন একটু নিশ্চিন্তে থাকতে পারি। এখানে বিন্দুমাত্র কোন অইটা হওয়ার কোন সম্ভাবনা আছে ? বলে রাখি আমি ওয়াসওয়াসা রোগী আমি নিয়মিত মেডিসিন খাই ওয়াসওয়াসার জন্য । আমার মেডিসিন শেষ হয়ে গেছে আমি প্রবাসে থাকি তাই দেশ থেকে লোক মারফতে গত এক তারিখে আবার মেডিসিন আনিয়েছি। ডাক্তার দেখিয়েছি বাংলাদেশে এবং প্রবাসে।