আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ উস্তাদ।
আমি যদি ক্লাসে উপস্থিত না হয়ে, এটেন্ডেন্সের জন্য আমার জুম আইডি ক্লাসে ইন করে রাখি তবে কি আমার গুনাহ হবে?
আমার ২য় ক্লাস এখন থেকে ১০:১৫ থেকে শুরু হবে। আমাকে আমার অসুস্থতার জন্য রাত ১০:৩০ ভিতরে ঘুমাতে হয়। আমি ১০:১৫-৩০ ভিতরে রাতের আমল করে ঘুমিয়ে পরার চেষ্টা করি। যার জন্য ২য় ক্লাসের উপস্থিতি মিস হয়ে যাবে। আমি অসুস্থতার কারণে ইলম অর্জনে সময় দিতে পারছি না। শুধু ক্লাস গুলো যত্ন সহকারে করার চেষ্টা করি। হয়ত পরীক্ষায় পাশ মার্ক তোলাটাও আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি কোনভাবেই ইলম অর্জনের পথ থেকে বিচ্যুত হতে চাই না। যদি ক্লাস উপস্থিতির মার্ক আমার থাকে হয়ত আমি ফেল করব না। তাই ক্লাস উপস্থিতির মার্ক আমার জন্য খুব দরকার। আমি চাইলে ১০:১৫-৩০ পর্যন্ত আমার আইডি ক্লাসে ইন করে রাখতে পারি। এতে এটেন্ডেন্স চলে আসবে। কিন্তু এটা তো ধোখা হয়ে যাবে উস্তাদ। আমি বুঝতে পারছি না আমি কি করবো। আমার পরামর্শের খুবই প্রয়োজন।
আমি যদি মাদ্রাসা জানিয়ে দেই যে, আমি ক্লাসে উপস্থিত না হয়ে, জাস্ট আইডি ইন করছি তাহলে গুনাহ থেকে বাঁচা যাবে? আর আমি ক্লাস মিস করলেও রেকর্ড দেখে নেয়ার চেষ্টা করি।
জাযাকুমুল্লাহু খাইরান।