পবিত্র কুরআনে মুত্তাকীদের জন্য জান্নাতের ঘোষণা দেয়া হয়েছে।
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ جَنّٰتٍ وَّ عُیُوْنٍ.
সেদিন নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে প্রস্রবণবিশিষ্ট জান্নাতে। -সূরা যারিয়াত (৫১) : ১৫
সাথে তাদের কিছু গুণাবলী ও বৈশিষ্ট্যের বিবরণও এসেছে। তন্মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হল-
وَ بِالْاَسْحَارِ هُمْ یَسْتَغْفِرُوْنَ.
রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। -সূরা যারিয়াত (৫১): ১৮
ইবাদুর রহমান-রহমানের বান্দাদের কতিপয় বৈশিষ্ট বর্ণনা করা হয়েছে কুরআনে কারীমের সূরা ফুরকানে। সেখানেও উপরোল্লিখিত বৈশিষ্ট্যটি বিবৃত হয়েছে-
وَ الَّذِیْنَ یَبِیْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّ قِیَامًا.
আর তাঁরা রাত অতিবাহিত করে তাঁদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদারত হয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। -সূরা ফুরকান (২৫) : ৬৪
হাদীস শরীফে এসেছেঃ-
يَنْزِلُ رَبّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلّ لَيْلَةٍ إِلَى السّمَاءِ الدّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللّيْلِ الآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي، فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ، مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ.
আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো, দুআ করবে আমি তার দুআ কবুল করব। কে আছো, আমার কাছে (তার প্রয়োজন) চাইবে আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। -সহীহ বুখারী, হাদীস ১১৪৫; সহীহ মুসলিম, হাদীস ৭৫৮
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
স্থায়ী ক্যালেন্ডার গুলোতে মূলত ২ টি টাইম লেখা আছে।
এক,
তাহাজ্জুদ ও সাহরীর ওয়াক্ত শেষ।
দুই,
ফজরের ওয়াক্ত শুরু।
এ দুয়ের মাঝে বেশ কয়েক মিনিট সতর্কতাস্বরুপ রাখা আছে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার তাহাজ্জুদ যদি তাহাজ্জুদ ও সাহরীর ওয়াক্ত শেষ হওয়ার পর হয়,কিন্তু ফজরের ওয়াক্তের আগেই শেষ জয়,সেক্ষেত্রে এটি নিঃসন্দেহে তাহাজ্জুদের সালাত হিসেবে গন্য হবে।
আর যদি প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার তাহাজ্জুদ যদি ফজরের ওয়াক্ত আসার পরে শেষ হয়, সেক্ষেত্রে এটি তাহাজ্জুদের সালাত হিসেবে গন্য হবেনা।
তবে তাহা নফল হবে,আর খালেস নিয়ত থাকার দরুন আপনি তাহাজ্জুদ আদায়ের ছওয়াব পাবেন।
হাদীস শরীফে এসেছেঃ-
হযরত আবুদ দারদা রা. থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
مَنْ أتى فِراشَه وَهُوَ يَنْوي أن يّقُومَ يُصلِّي مِنَ اللّيلِ فغلبتْهُ عَيْناه حَتّى أصْبحَ، كُتبَ لَه مَا نَوى، وَكانَ نومُهُ صدَقةً عَلَيْهِ مِنْ رّبِّه - عز وجل
যে ব্যক্তি রাতে নামায পড়ার নিয়ত করে বিছানায় গেল, কিন্তু ঘুম তাকে পরাস্ত করল, সে উঠতে পারল না, সকাল হয়ে গেল, তাহলে নিয়তের কারণে তার আমলনামায় আমলের সওয়াব লেখা হবে। আর এই ঘুম রবের পক্ষ থেকে তার জন্য সদাকা বলে বিবেচিত হবে।
(সুনানে নাসাঈ, হাদীস ১৭৮৭)