আমি আইওএম এর একজন ছাত্রী,পাশাপাশি বিকালে অফলাইন একটি মাদ্রাসায় ও পড়ি,,সকাল থেকে দুপুর একটি মেয়েদের কলেজ এ মনোবিজ্ঞান এ পড়ি।আমি বিবাহিত।সারাদিন ক্লাস মাদ্রাসা র পেছনেই চলে যায়।আবার রাতে মনোবিজ্ঞান সাব্জেট এর অনেক পড়াও পড়া লাগে,মাদ্রাসার অনলাইন ক্লাস তো আছেই।ইদানীং আমার মনে হচ্ছে দুনিয়াবি পড়া(মনোবিজ্ঞান) তো আমার কোনো কাজেই লাগবে না,,কারণ চাকরি করার কোনো ইচ্ছা নেই,তাই কলেজ ছেড়ে দিতে চাচ্ছি কিন্তু আমার অভিবাবক রা কেও ছাড়তে দিতে চাচ্ছেন না,তাদের কথা দুনিয়াবি শিক্ষার অনেক প্রয়োজন আছে তাই অনার্স এর পড়া যেন শেষ করি,,,কিন্তু ক্লাসে গেলেই নজরের খিয়ানত হয় মাঝেমধ্যে কারণ স্যার থাকেন ক্লাসে।মনে হচ্ছে দুনিয়াবি এই পড়াটা ছেড়ে দিলে আখিরাত এর পড়া আরো বেশী পড়তে পারব কিন্তু বাসার কেও সেটা বুঝতে পারছে না৷
এমতাবস্থায় আমি কি ওয়াসওয়াসায় ভুগছি,,?আমার কি পড়াশোনা কন্টিনিউ করা উচিত?নাকি ছেড়ে দেয়া উচিত? ছেড়ে দিলে বাসায় কি বলে বুঝাতে পারি?
আর পড়া চালিয়ে গেলে আমার অন্তর কে কিভাবে বুঝাতে পারি যে এটা উপকারী জ্ঞান,, কারণ আমি মনোবিজ্ঞান এর বই হাতে নিতেই পারছি না,,কিন্তু সামনে আমার পরিক্ষা,,ক্লাসে গেলেও মন বসছে না,মনে হচ্ছে সময় টা অহেতুক নষ্ট করছি,,আর ক্লাসের সবাই অনেক বেশী ক্যারিয়ার নিয়ে ভাবে,,ওখানে গিয়ে নিজের নফস ঠিক রাখাও কষ্ট হয়ে যায়।(ক্লাসে সবাই মেয়ে)