আসসালামু আলাইকুম,
অতীতে আমি একবার প্রচন্ড বিপদে পড়ে বাসায় এসে একা রুমের ভিতর কেউ ছিলো না তখন অনেক রাগে আমার প্রিও আল্লাহর উপর অভিমান করে হয়তো নিজের অজান্তে কিছু একটা বলছিলাম।কিন্তু কি শব্দ বলেছিলাম আমার সঠিক মনে নাই যে আমার প্রিও আল্লাহকে কি বলেছিলাম।
কারন অনেক আগের স্মৃতিতে মনে নাই আমি সঠিক কি বলেছিলাম। আমার এটাও সঠিক মনে নাই আমি কি ফিসফিস আওয়াজ করে, না নিজ কানে শোনার মতো শব্দ করে আল্লাহকে কোন গালমন্দ বলেছিলাম নাকি অন্য কিছু মনে মনে বলেছিলাম সঠিক মনে নাই। আমি আগে বিপদে পড়লে আল্লাহর সাথে বিড়বিড় করে একা একা সব কিছু আল্লাহকে জানাতাম
এতগুলা দিন পর আমার মনের ভিতর সন্দেহ আর ওয়াসওয়াসা হচ্ছে যে আমি হয়তো প্রিও আল্লাহকে ভুলবশত অজান্তে শব্দ করে গালি দিয়েছিলাম নাকি মনে মনে ফিসফিস করে বলেছিলাম। এ নিয়ে আমার সন্দেহ আর ওয়াসওয়াসা হচ্ছে।।
শয়তান কতক্ষণ আমাকে ভাবায় যে হয়তো আমি ভুলবশত অজান্তে গালি দিয়েছিলাম।আবার মন বলে হয়তো গালিই দিয়েছিলাম শব্দ করে আবার মনে হয়,হয়তো ফিসফিস আওয়াজ করে বলেছিলাম।। প্রচন্ড সন্দেহ আর ওয়াসওয়াসা এর মধ্যে আছি যে আমার প্রিও আল্লাহ কে সঠিক কি বলেছিলাম।
প্রশ্ন :
এখন এতগুলা দিন পর আমার কিছুই সঠিক মনে নাই যে, আমি কখন, কোনদিন ,কিভাবে আমি আল্লাহকে রাগ করে একা একা রুমের ভিতর আল্লাহকে সঠিক কি বলেছিলাম। আমি কি শব্দ উচ্চারন করে গালি দিয়েছিলাম,নাকি মনের ভিতর ফিসফিস আওয়াজ করে দিয়েছিলাম...
অতীতে যদি আমার প্রিও আল্লাহকে ভুলবশত নিজের অজান্তে রাগ করে গালি দিয়েও থাকি,,,কিন্তু কি বলে কোনভাবে কি শব্দ উচ্চারন করে গালি দিয়েছিলাম, মনে মনে বলেছিলাম না উচ্চারণ করে, আমার সঠিক মনে নাই, এখন সেই সঠিক শব্দ বা কথা যদি মনে না করতে পারি এই সন্দেহ আর ওয়াসওয়াসার জন্য আমার কি ইমানের সমস্যা হবে??? বিয়ে রিনিউ করতে হবে???
যদি আমি আল্লাহকে অতীতে কখন, কোনদিন,কোনসময়, কিভাবে রাগ করে কি শব্দ বলেছিলাম সঠিক মনে না করতে পারি,,,এই সন্দেহ আর ওয়াসওয়াসা এর জন্য কি আমার ইমানের সমস্যা হবে????
বিয়ে রিনিউ করতে হবে???