(কাছাকাছি ভালো মুফতি না পাওয়ায় একটা জিগ্যেসা রাখলাম সম্ভব হলে জানাবেন, জানিয়ে হাইড করে দিলেও চলবে)
অনেক ক্ষেত্রে শিক্ষকদের বই অনুযায়ী মাদরাসা/স্কুলে পড়ানো হয়। তখন সাধারণ সমাজ বই এবং বিজ্ঞান বইয়ের কিছু টপিক আসে যা ইসলামের মতের সাথে অমিল সেগুলো সম্পর্কে বিস্তারিত বলছি একটু দেখবেন।
প্রথমে সমাজ বই এর বিষয় গুলো থেকে বলি, এই বইয়ে , জনসংখ্যা সমস্যা, অধিক বাচ্চা নেওয়ার বিরুদ্ধে, বাল্যবিয়ের কুফল, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন। ইত্যাদি সম্পর্কে বলা হয়,এই পড়া গুলো যারা পড়ান তারা হয়তো বই রিডিং পড়িয়ে, এর সপক্ষে কিছু বর্ননা দেন। এই সম্পর্কে কিছু কথা বলেন, যেমন: জনসংখ্যা নিয়ন্ত্রণে বাচ্চা কম নিতে হবে, গনতন্ত্র চর্চা করা দরকার, বাল্যবিবাহ দেওয়া আটকানো দরকার, নরীর ক্ষমতায়ন করা প্রয়োজন, এই টাইপের কথা বলতে হয়। ইদানিং আবার পর্দায় অনুতসাহিত করার মতো কিছু বিষয় ও ধীরে ধীরে যুক্ত করছে, এগুলো না হয় রিডিং পড়িয়ে এভোয়েড করা যায়, বাকি টপিক এই বইয়ের অনেকেই এইভাবে ব্যাখা করে বলেন।
বিজ্ঞান বইয়ের ক্ষেত্রে, কিছু টপিক যেমন আদিম মানুষ গুহায় থাকতো,আগুনে পুড়িয়ে খেতো, ধীরে ধীরে ভাষা শিখেছে, এগুলো লিখা থাকে, সংক্রাকম রোগ এর কথা বলে, বিবর্তন এর কথা বলে। বিবর্তন মুসলিমরা বিশ্বাস করিনা, যারা বিবর্তন পড়ান তারা এই থিওরীর বক্তব্য টা উপস্থাপন করেন এর পক্ষে কি প্রমান দিয়েছে তা বলেন, পরে এটাও বলেন যে এইটা আমাদের ধর্ম সমর্থন করে না, কিন্তু বাকি ক্ষেত্রে, আদিম মানুষ আর সংক্রামক রোগ এগুলো পড়ানোর সময় হয়তো বিস্তারিত ব্যখা করেন না।
(সকল ক্ষেত্রেই উনি ইসলামী মতে যা জানেন সেটাকেই সঠিক টাই মানছেন, তাও বইয়ে লেখা থাকায় বাচ্চাদের সে অনুযায়ী বলছেন, কিন্তু তিনি তা বিশ্বাস করছে না, কিন্তু বাচ্চাদের বিবর্তন ছাড়া বাকি টপিক সম্পর্কে ইসলামী মতটা জানাচ্ছেন না)
আমি এখন জানতে চাচ্ছি। টিউশনে এবং ক্লাসে এই সব পড়ানোর সময় ---
১. সমাজ বইয়ের, গনতন্ত্র, জনসংখ্যা, বাল্যবিয়ে, নারীর ক্ষমতায়ন, এসব পড়ানোর সময় বই অনুযায়ী ব্যাখা করে, এইসব বিষয়ে বাচ্চাদের ইসলামি সঠিক আকিদার পরিচয় না করিয়ে দেন এতে কি উনি কাফের হয়ে যাবেন? (উনি ইসলামী মত গুলোই যা জানেন তাকেই সঠিক হিসাবে মানেন)
২. বিজ্ঞান বইয়ের, আদিম মানুষ, সংক্রামক রোগ, বিবর্তন, এইসব সম্পর্কে পড়ানোর সময় বই অনুযায়ী বইয়ে যা বলেছে তা জানিয়ে দিয়ে, যদি ইসলাম কি বলেছে তা না বলেন, এতে কি উনি কাফের হয়ে যাবেন? (উনি ইসলামী মত গুলোই যা জানেন তাকেই সঠিক হিসাবে মানেন)
৩. বাংলা সাহিত্য পড়ানোর সময় হিন্দু কবিদের লেখা তাদের বিভিন্ন রামায়নের মাহাভারতে কাহিনি, গদ্য পড়ালে যে কবি কুফরী কথা লিখেছেন, (যেমন তার দেবী সাহায্য করেছেন ইত্যাদি) এগুলো পড়ালে কি কাফের হবেন?(উনি ইসলামী মত গুলোই যা জানেন তাকেই সঠিক হিসাবে মানেন)
(সকল ক্ষেত্রেই উনি ইসলামী মতে যা জানেন সেটাকেই সঠিক টাই মানছেন, তাও বইয়ে লেখা থাকায় বাচ্চাদের সে অনুযায়ী বলছেন, কিন্তু তিনি তা বিশ্বাস করছে না, কিন্তু বাচ্চাদের বিবর্তন ছাড়া বাকি টপিক সম্পর্কে ইসলামী মতটা জানাচ্ছেন না)
৪. এইরুপ অনৈসলামিক বিষয়গুলো পড়ানোর সময় নিজে ইসলামী মতো বিশ্বাস রেখে, বাচ্চাদের কাছে ইসলামী মত না জানিয়ে পড়ালো কি শিক্ষক কাফের হয়ে যাবেন?