সম্মানিত মুফতী সাহেবান, এই প্রশ্ন বিবিধ ক্যাটাগরিতে গতকাল করেছিলাম। বোঝার ভুল থাকায় ঠিকভাবে প্রশ্ন লিখতে পারি নাই। এবং উত্তরও পাই নাই। তাই আবার প্রশ্ন করছি।
ফাতাওয়ায়ে আলমগিরীতে দেখলাম লিখা আছে, একজন পুরুষের উপস্থিতি ছাড়া কেবলমাত্র দুইজন নপুংসক এর সাক্ষ্য দ্বারা বিবাহ হবে না। এইটা দেখার পর কিছু প্রশ্ন মনের মাঝে এসেছে। নিচে পয়েন্ট আকারে লিখলাম। দয়া করে জানিয়ে বাধিত করবেন।
১. ইসলাম মোতাবেক এই নপুংসক কারা, যাদের কথা উক্ত ফতোয়াতে বলা হয়েছে?
২. হিজড়াকে যদি এক্ষেত্রে নপুংসক হিসেবে ধরা হয়, তাহলে খুনসা গায়ের মুশকিল এর মাঝে যারা পুরুষ হিসেবে বিবেচিত, বিবাহের সময় সাক্ষী হিসেবে একজন পুরুষ এর সাথে আর একজন খুনসা গায়ের মুশকিল (পুরুষ) থাকলে কি বিয়ে সহী হবে?
৩. অনেকে আছে জন্মগত ভাবেই পুরুষ। গোপনাঙ্গ একটি (পুরুষ)। কিন্তু হাঁটা চলায় হাল্কা মেয়েলি ভাব আছে। এদের তো হিজড়া ক্যাটাগরিতে ফেলার কোন সুযোগ নেই, তাই না?