আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
123 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (12 points)
আসসালামু আলাইকুম।
পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকা হয় আমার। এখন হোস্টেলে কাজ চলছে। প্রায় সারাদিনই মিস্ত্রী থাকে। তাই রুম থেকে বের হওয়ার সময় খিমার-নিকাব পরে বের হতে হয়। এরকম অবস্থায় খিমার পরে ওজু করার সময় বাকি সব অঙ্গ ঠিকমতো ধুতে পারলেও মাথা মাসেহ করা যাচ্ছেনা ঠিকমতো। ফুল লেংথ খিমার হওয়ার কারণে খিমারের ভেতরে হাত ঢুকিয়েও মাসেহ করতে পারছি না। খিমার খুলে ওজু করাও সম্ভব হচ্ছেনা। এখন যদি আমি ওজু করে রুমে ফিরে মাথা মাসেহ করি, তাহলে কি আমার ওজু হবে? যদি না হয়, তাহলে এমতাবস্থায় কিভাবে ওজু করতে পারি?

প্রসঙ্গত উল্লেখ্য, আমার ফ্লোরের ওয়াশরুমে কাজ চলছে। তাই দুই ফ্লোর নিচে ওয়াশরুমে গিয়ে ওজু করা লাগে। যেহেতু ওজু করে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আমি আবার নিকাব পরে ফেলি ও হাত পা ঢেকে ফেলি, সেহেতু রুমে ফিরতে ফিরতে ওজুর পানি শুকিয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে মাথা মাসেহ করলেও বাকি অঙ্গ ততক্ষণে শুকিয়ে যাবে।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


অজু ও গোসল করার সময় কোন অঙ্গ ধৌত করতে ভুলে গেলে পরে পুনরায় অজু ও গোসল করতে হবে না বরং ঐ অঙ্গটি ধৌত করে নিলেই হবে। (আহসানুল ফাতাওয়া, ২/৩৩)

হাদীস শরীফে এসেছে-

عن عبد الله بن مسعود رضي الله عنه أن رجلا جاء إلى النبي صلى الله عليه وسلم فسأله عن رجل يغتسل من الجنابة فيخطئ بعض جسده الماء فقال رسول الله صلى الله عليه وسلم يغسل ذلك المكان ثم يصلي.

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করল যে ব্যক্তি জানাবাতের গোসল করতে ছিল  অত:পর কোনো অঙ্গে পানি পৌঁছাতে ভুলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- ওই অঙ্গটি ধৌত করবে (পুনরায় তাকে আর গোসল করা লাগবে না ) তারপর নামাজ পড়বে। ( ইলাউস সুনান, ১/২১৬ )

বিস্তারিত জানুনঃ- 

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যদি ওযু করে রুমে ফিরে এসে নতুন পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে সেই হাত দিয়ে মাথা মাসেহ করেন, তাহলে আপনার ওযু হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...