আসসালামু আলাইকুম।
পড়াশোনার সুবাদে হোস্টেলে থাকা হয় আমার। এখন হোস্টেলে কাজ চলছে। প্রায় সারাদিনই মিস্ত্রী থাকে। তাই রুম থেকে বের হওয়ার সময় খিমার-নিকাব পরে বের হতে হয়। এরকম অবস্থায় খিমার পরে ওজু করার সময় বাকি সব অঙ্গ ঠিকমতো ধুতে পারলেও মাথা মাসেহ করা যাচ্ছেনা ঠিকমতো। ফুল লেংথ খিমার হওয়ার কারণে খিমারের ভেতরে হাত ঢুকিয়েও মাসেহ করতে পারছি না। খিমার খুলে ওজু করাও সম্ভব হচ্ছেনা। এখন যদি আমি ওজু করে রুমে ফিরে মাথা মাসেহ করি, তাহলে কি আমার ওজু হবে? যদি না হয়, তাহলে এমতাবস্থায় কিভাবে ওজু করতে পারি?
প্রসঙ্গত উল্লেখ্য, আমার ফ্লোরের ওয়াশরুমে কাজ চলছে। তাই দুই ফ্লোর নিচে ওয়াশরুমে গিয়ে ওজু করা লাগে। যেহেতু ওজু করে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আমি আবার নিকাব পরে ফেলি ও হাত পা ঢেকে ফেলি, সেহেতু রুমে ফিরতে ফিরতে ওজুর পানি শুকিয়ে যায়। সেক্ষেত্রে পরবর্তীতে মাথা মাসেহ করলেও বাকি অঙ্গ ততক্ষণে শুকিয়ে যাবে।