আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার বিশাল পরিমাণে মানে একদম চূড়ান্ত পর্যায়ের ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ আমি মানসিক রোগের ওষধ খাচ্ছি। হুজুর আমার মনে মনে বিশাল পরিমাণে কুফরী কথা মনে মনে হচ্ছে , খুবই ভয় হচ্ছে উচ্চরণ হয়ে যাবে বলে , মাঝে মাঝে হাই তুলতে গিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে যাবে বলে। হুজুর ভুল বশত যদি উচ্চরণ হয়ে ও জাই তাহলে কি ঈমান চলে যাবে?
২. হুজুর এমন কিছু কুফরী কথা মনে মনে হচ্ছে যা একটা সাধারণ মানুষ বললে ঈমান চলে যাবে , এক্ষেত্রে ওজর বিল জাহালত গ্রাহ্য হবে না। সেই রকম কথা মনে মনে হচ্ছে, ভয় হচ্ছে কখন হয়ত ভুল করে উচ্চরণ হয়ে যাবে। আমি খুব চেষ্টা করছি উচ্চরণ না করার যদি উচ্চ্ছরন ওয়াসওয়াসা র জন্য হয়ে জাই তাহলে কি ঈমান চলে যাবে?
৩ . এমন কুফরী কথা , যে কথা বললে ওজর বিল জাহালত গ্রাহ্য হবে না সেই কথা যদি শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে হয় মুখে উচ্চরণ করছিনা তাহলে কি ঈমান চলে যাবে?
৪. , যে কথা বললে ওজর বিল জাহালত গ্রাহ্য হবে না সেই কথা যদি শয়তানের ওয়াসওয়াসা তে মুখে উচ্চরণ হয় তাহলে কি ঈমান চলে যাবে? হাই তুলতে গিয়ে বা কোনো ভুল করে হালকা করে উচ্চরণ হয়ে জাই তাহলে কি ঈমান চলে যাবে? ওয়াসওয়াসা র জন্য ছাড় পাবো না হুজুর?
৫.এমন কুফরী কথা , যে কথা বললে ওজর বিল জাহালত গ্রাহ্য হবে না সেই কথা যদি শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে বার বার হচ্ছে , দিয়ে একবার হটাৎ হাই তুলছিলাম, দিয়ে মনে মনে এমন হলো, দিয়ে হাই তুলার শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চরণ করে বললাম , দিয়ে মনে মনে এমন হলো কুফরী কথা টা উচ্চরণ হতে গেল নাকি বলে ভয় হয়। আমি কুফরী কথা টা উচ্চরণ করিনি আর যদিও উচ্চরণ হয় আমি বুঝতে পারিনি আর মনে ও পড়ছে না, ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে, এর জন্য কি ঈমান চলে যাবে?? খুবই ভয় হচ্ছে হুজুর?
৬. হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে মাঝে মাঝে মনে হচ্ছে আল্লাহ নেই, আস্তাগিরুল্লাহ হুজুর মনে মনে এমন হচ্ছে, আস্তাগিরুল্লাহ । হুজুর আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি ও তার রাসূলের প্রতি। হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে। শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে আমি মন থেকে এই সব বলছি, কিন্তু আল্লাহ কসম আমি মন থেকে এই সব বলছি না।। ওয়াসওয়াসা র জন্য এমন ভাবনা চলে আসছে । মনে মনে এই রকম মনে হচ্ছে আমি মন কে ঠিক করে বুঝিয়েছি । হুজুর এই রকম শয়তানের ওয়াসওয়াসা র জন্য ঈমান চলে যাবে না তো?
৬.১ হুজুর এই সব কথা এই খানে লিখলাম এর জন্য ঈমান চলে যাবে না তো?
৭. হুজুর আমার বায়ু নির্গত হতে যাচ্ছিল, দিয়ে মনে মনে এমন হলো, বায়ু নির্গত হলে তালাক, এই রকম মনে মনে হলো, দিয়ে হুজুর আমি বায়ু নির্গত করেছি তাহলে কি তালাক হবে? এই টা যখন লিখছিলাম তখন মনে হলো সত্যি সত্যি লিখছি , আসলে এইটা শয়তানের ওয়াসওয়াসা। হুজুর বায়ু নির্গত হলে তালাক হবে না তো? সবই মনে মনে হচ্ছে আমি মুখে কিছু উচ্চরণ করিনি।
৮.হুজুর স্ত্রীকে সব কথা বললাম আলোচনা করছিলাম , সে হাসছিল, হুজুর স্ত্রীকে সব বললাম এবং আপনাদের কে বললাম এর পর যদি বায়ু নির্গত হয় তাহলে কি তালাক হবে? হুজুর রাগ করবেন না plz উত্তর দিবেন plz আমি খুবই ওয়াসওয়াসা রুগী খুব ভয় হচ্ছে হুজুর।