উস্তাদ,দু'আ করার ক্ষেত্রে কখনো নিরাশ হতে হয় না,আল্লাহর কাছে চাইতে থাকতে হয় পুরো বিশ্বাস নিয়ে যে আল্লাহ আমার দু'আ কবুল করবেন ই,,
আমার কথা হচ্ছে যে,দু'আ আমি চালিয়েই যাবো এর মানে ত আমি একটা আশায় থাকবো,,কিন্তু যদি এরকম হয় অনেকদিন ধরে আমি এই আশা নিয়ে দু'আ করেই গেলাম,করেই গেলাম,কিন্তু অনেকদিন ১ বছর,২ বছর পর আমি বুঝতে পারলাম আমার দু'আ টা কবুল হয়নি।
কিন্তু এখন দীর্ঘদিন ধরে আশায় থাকার কারনে আমি খুব কষ্ট পেলাম,যেহেতু আমি অনেকদিন এই নিয়ে চিন্তা করেছি,আশা করেছি।
আল্লাহর ফাইনাল ডিসিশনের উপর তাওয়াক্কুল করতে হবে সেটা ত ঠিকই আছে,কিন্তু হয়ত এতদিন আশায় না থাকলে আমার কষ্ট টা আরো কমও হতে পারতো।তাহলে এত দীর্ঘদিন কি এক বিষয় নিয়ে দুয়া চালিয়ে যাওয়া ঠিক?
কিন্তু আল্লাহর কাছে দু'আ করাটা,চাইতে থাকাটা ত অনেক গুরুত্বপূর্ণ,, আল্লাহ নিজেও ত বলেছেন বিশ্বাস নিয়ে চাইতে।