এক বোনের প্রশ্ন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।
1) যখন আমার প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হয়েছে তখন আমি এবং আমার পরিবার এবং আমার প্রাক্তন সকলেই তালাকের মাসআলার ব্যাপারে অজ্ঞ ছিলাম। এখন তালাকের বিভিন্ন মাসআলার ব্যাপারে জেনেছি তাই আমার মনে আমার তালাক নিয়ে বিভিন্ন ওয়াসওয়াসা আসতেছে। তালাকের প্রসেস টা আমি তুলে ধরছি ইন শা আল্লাহ।
বনিবনা না হওয়ায় এবং ঝগড়া হওয়াতে বিয়ের ৬ মাস পর আমি বাবার বাড়িতে চলে আসি।তারপর ১ বছর আমি অপেক্ষা করি আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেই নাই।এমনকি আমার মা এর সাথে বেয়াদবী করতো।
তারপর আমার বাবা আমাকে রেজিস্টার্ড কাজীর কাছে নিয়ে যায় এবং সেখানে আমি জাস্ট সাইন করেছি ভালোভাবে পড়া হয় নাই। এবং ছেলের কাছে যখন পেপার গিয়েছে সে ও সাইন করে দিয়েছে সেই সময়েই
তালাক পেপার এর কপি কয়েকদিন আগে পড়ে দেখেছি সেখানে লিখা ছিলো তালাকে তফইউজ গ্রহণ করার কথা। এই লিখার নিচেই সাইন করেছিলাম।
নোট:এরপর আমার সন্দেহ হওয়াতে ডিভোর্স এর ২ বছর পর ছেলে কে কল দিয়ে আমি নিজের নফস এর উপর তালাক গ্রহন করেছি। কিন্তু সে কোনো রিপ্লাই দেয় নি শুধু বলেছে "তোমার ইচ্ছা হলে দেও আমি দিবো না"।ছেলে ডিভোর্স পেপারে সাইন করলেও সে ভাবে ডিভোর্স হলেও আবার চাইলে সংসার করা যাবে।তাই সে বলে আমি তালাক শব্দ ব্যবহার করবো না তুমি ইচ্ছে হলে তালাক দাও।এই কথাটা কিছুদিন আগে বলেছে।
নোট: আমাদের কাবিন নামায় 18 নাম্বার কলামে ছিল যে বনিবনা না হলে নিজের উপর তালাক নিতে পারবো।
উস্তাদ আমার সন্দেহ টা ক্লিয়ার করে দিন। তালাক কি শরীয়াহ সম্মত হয়েছিল? যদি না হয়ে থাকে তবে করণীয় কি??
এখন আমার কাছে কাবিননামা কিংবা ডিভোর্স পেপার অরিজিনাল কোনোটাই নাই।শুধু ডিভোর্স পেপারের অনুরূপ একটি কাগজ আছে যেটা কাজীর কাছ থেকে এনেছি।যেখানে তালাকে তাফউইজ গ্রহণের উল্লেখ আছে।
আমি কোনোভাবে এই কাবিননামা আর ডিভোর্স পেপার কালেক্ট করতে পারছি না।ছেলের বাড়িতে জিজ্ঞেস করলে তারা বলে এটা কার কাছে কেউ জানে না।কাজীর কাছে যেই ডিভোর্স পেপারের কপি ছিলো সেটাও খুঁজে পাচ্ছে না।শুধু ডিভোর্স পেপারের মত একটি কাগজ লিখে দিয়েছে এক পৃষ্ঠার।যেখানে তালাকে তাফউইজের তারিখ,তালাকে তাফউইজের সাক্ষী থাকলে তাহার বিবরণ,স্বামীকে তালাক দিবার ক্ষমতা স্ত্রীকে অর্পণ করা হয়েছে ইহা প্রমাণের জন্য যেসকল দলিল উপস্থিত করা হয় তাহার বিবরণ এমন লিখা।
২. ডিভোর্স পেপার পাঠানোর ২ বছর পর পারিবারিকভাবে আবার আমার বিয়ে হয় এখন আমার এই বিয়ে হয়েছে কিনা সেটা নিয়ে খুব সংশয়ে আছি। ৮ মাস ধরে সংসার করছি।
এখন আমার করণীয় কি?
ডিভোর্স হয়েছিলো ২০২০ এ
আমার নতুন বিয়ে হয়েছে ২০২২ এর শেষ দিকে