ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
وَ ثِیَابَکَ فَطَہِّرۡ ۪﴿ۙ۴﴾
আর আপনার পরিচ্ছদ পবিত্র করুন।
(সুরা মুদ্দাচ্ছির ০৪)
الدر المختار: لُفَّ طَاهِرٌ فِي نَجِسٍ مُبْتَلٍّ بِمَاءٍ إنْ بِحَيْثُ لَوْ عُصِرَ قَطَرَ، تَنَجَّسَ وَإِلَّا لَا. وَلَوْ لُفَّ فِي مُبْتَلٍّ بِنَحْوِ بَوْلٍ، إنْ ظَهَرَ نَدَاوَتُهُ أَوْ أَثَرُهُ تَنَجَّسَ وَإِلَّا لَا
সারমর্মঃ
কোনো নাপাক কাপড় যদি পানি দ্বারা ভিজে যায়,এক্ষেত্রে সেই ভেজা কাপড়ের সাথে পবিত্র কাপড় স্পর্শ করলে উক্ত নাপাক কাপড় যদি নিংড়ানোর দ্বারা নিংড়ানো যায়,তাহলে উক্ত পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
আর যদি উক্ত নাপাক কাপড় পেশাব ইত্যাদি মিশ্রিত হয়,তাহলে সেই পবিত্র কাপড়ে নাপাকির চিন্হ,গন্ধ পাওয়া গেলে সেই পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে।
নতুবা নয়।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ভেজা পাক কাপড়ে নাপাকির চিন্হ বা গন্ধ পাওয়া না গেলে সেটিকে পাক হিসেবেই ধরবেন।
আর যদি নাপাকির চিন্হ বা গন্ধ পাওয়া যায়,তাহলে সেটিকে নাপাক হিসেবে ধরবেন।
আরো জানুনঃ
(০২)
এক্ষেত্রে সেটি যদি নাপাক কাপড় হয়,সেক্ষেত্রে রশি বা স্টিলের বা দেওয়ালে ভেজা চিন্হ পাওয়া গেলে তাহা নাপাক বলে বিবেচিত হবে।
(০৩)
মুছে না দিয়ে আপনি হাতের অঞ্জলিতে করে পানি নিয়ে তিনবার ভালোভাবে ধুয়ে দিবেন।
(০৪)
বাথরুমের ফ্লোর গুলোতে নাপাকি লাগার পর তাহা পানি দিয়ে না ধোয়ার আগ পর্যন্ত পাক মনে করবেননা।
(৫.৬.৭)
প্রশ্নের বিবরন মতে আপনার Underwear পাক হয়েছে।
অতিরিক্ত টেনশন না করার পরামর্শ থাকবে।
(০৮)
এক্ষেত্রে শরীর নাপাক হয়ে যাবে।
শরীরের সেই স্থান পাক না করে নামাজ আদা করা যাবেনা।
(০৯)
কঠিন মনে করার কারনে এমনটি মনে হচ্ছে।
পরামর্শ থাকবে, এলাকার কোনো বিজ্ঞ আলেমের শরনাপন্ন হওয়ার।
(১০)
আপনি শুধু তিনবার ধৌত করবেন,আর প্রত্যেকবার নিংড়িয়ে নিবেন।
এরপর আর ধোয়ার দরকার নেই।