১.আমাদের ভার্সিটি থেকে ট্যুরে যাবে ১০ দিনের জন্য।বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করবে যেম কক্সবাজার কুয়াকাটা,সাজেক ইত্যাদি ইত্যাদি এবং এর উপর প্রজেক্ট তৈরী করে জমা দিতে হবে।সমস্যা হলো এটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর।এটা একটা এক্সামের মতো ১০০ মার্কের ১.৫ ক্রেডিট(মেজর কোর্সে ৩ ক্রেডিট মেজর কোর্সের অর্ধেকের সমান মূল্য)।ক্লাসের সবার যেতে হবে বাধ্যতামূলক।মেয়েরাও যাবে সবাই ছেলে মেয়ে আলাদা রুমে থাকবে।যদি এ পরীক্ষা না দি তাহলে ওভারঅল ফেল না আসলেও রেজাল্টের উপর ভালোই ইফেক্ট পড়বে।স্যার ম্যামরাও ঝামেলা করবে।অবশ্য আমাদের সাথে পুরুষ মহিলা উভয় টিচার থাকবে।১৪-১৫ হাজার টাকা মাথাপিছু ২ জনেরটা বহন করাও সম্ভব না।আমার স্বামী চাকরীসূত্রে দুরে থাকে। বিবরন মতে আমি কি এই ট্যুরে যেতে পরবো মাহরাম ছাড়া?যদি এটা এক্সাম না হতো তাহলে আমি কোনো ভাবেই যেতাম না।বলবেন প্লিজ,,,,