আসসালমুআলাইকুম হুজুর,
হুজুর আমার প্রচন্ড ওয়াসওয়াসা । হুজুর যখনই আযান দিচ্ছে তখনি মনে মনে এমন হচ্ছে, যদি নামাজ পড়তে না জাই তাহলে কাফের বা ঈমান চলে যাবে এমন মনে হচ্ছে, হুজুর আমি মুখে কিছু উচ্চরণ করছি না।
১. হুজুর যদি নামাজ পড়তে না জাই তাহলে কি কাফের বা ঈমান চলে যাবে?
২. আবার মনে মনে এমন হচ্ছে নামজ পড়তে গেলে ঈমান চলে যাবে, মনে মনে এমন হচ্ছে আস্তাগিরুল্লাহ। হুজুর আমি যদি নামাজ পড়তে জাই ঈমান চলে যাবে না তো?
৩. হুজুর এই রকম খারাপ ভাবনা মনে মনে হচ্ছে এর জন্য ঈমান চলে যাবে না তো? হুজুর ২ নম্বর প্রশ্ন টা লিখতে গিয়ে খুব খারাপ লাগছিল। হুজুর এই রকম মনে মনে হচ্ছিল দিয়ে এইখানে লিখে প্রশ্ন করলাম এর জন্য ঈমান চলে যাবে না তো?
৪. হুজুর আপনাদের কে বিষয় টা বললাম বা লিখতে হলো এর জন্য কি ঈমান চলে যাবে?