বিসমিহি তা'আলা
সমাধানঃ-
না,ইসলাম সমর্থন করে না।কেননা
নিজ পিতা বা গোষ্ঠী ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা গোষ্টির দিকে নিজের নামকে সম্পৃক্ত করা সম্পূর্ণ না জায়েয।
হযরত আবু-যর রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (لَيْسَ مِنْ رَجُلٍ ادَّعَى لِغَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُهُ إِلا كَفَرَ، وَمَنْ ادَّعَى قَوْمًا لَيْسَ لَهُ فِيهِمْ نَسَبٌ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ)
রাসূলুল্লাহ সাঃ বলেন,
যে ব্যক্তি নিজ পিতা ব্যতীত সেচ্ছায় অন্য কারো দিকে নিজের পিতৃত্ব কে সম্পৃক্ত করল,বা যে ব্যক্তি নিজে গোষ্ঠী ব্যতীত ভিন্ন কোনো গোষ্টি থেকে আপন বংশধারা সাব্যস্ত করল, সে যেন তার শেষ ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়।
সহীহ বুখারী-৩৫০৮
সহীহ মুসলিম-৬১
তাই ঐ মেয়ের বংশধারা তার আসল পিতা থেকেই সাব্যস্ত করতে হবে।
আল্লাহ-ই ভালো জানেন।