১. আমার শুধু পুরাতন বিভিন্ন কথা মনে হয়, তালাল এবং কুফর এর ওসওয়াসা আসে। কি করবো বুঝে পেতাম না, তাই আপনাদের পরামর্শে আমার বউ এবং আমার পুরাতন সব ম্যাসেজ ডিলেট করে দেই। এর পর ভিন্ন সমস্যা তৈরী হলো। এখন বিভিন্ন কথা মনে পরলে, অস্থির লাগে। যে আমি এমন বললাম কি না, আমর বউ এমন বললো কি না, তালা* হলো কি না এইসব ভয় কাজ করে। আমার বউ ম্যাসেজ গুলো ডিলেট করে নাই। তবে সে এগুলো খোজার কথা বলতে পারি না। লজ্জাও করে আর দেখবে কিনা কে জানে, কারণ সে জানে এখন আর আমার এসব নিয়ে ওসওয়াসা হয়না। এমতাবস্থায় পুরাতন কোনো ঘটনা নিয়ে তালাকের সন্দেহ হলে কি ওর মোবাইল থেকে এগুলো খুজে দেখা বাধ্যতামূলক?না কি মন থেকে বাদ দিয়ে দিবো, কি করবো মুফতি সাহেব একটা পরামর্শ দিন।
(উল্লেখ্য খোজতে বেশিক্ষন সময় লাগবে না,শব্দ সার্চ করে, কিন্তু বউ বিষয়টা কিভাবে নিবে বুঝতে পারছিনা, আর এসব ওর মোবাইলে খোজা আমার জন্য কঠিন, কারন ও ওর বাবার বাড়ি থাকে,দেখা হলে সেই সমশ টা তার মোবাইলে এসব খোজলে কি ভাববে কে জানে, তাকে বললেও ডিলের করে না,স্মৃতি হিসাবে, আর আমার টপনশন হয়)
২. একদিন আমার বউকে কি একটা বলেছিলাম সে রাগ করেছিলো, তারপর আমার এক বন্ধুকে ম্যাসেজে বলেছিলো, "তোমার বন্ধু আমারে তালা* দিতে চায়" এই একটা ঘটনা হটাৎ মনে হয়েছে। কিন্তু আমি কি বলেছিলাম তা মনে পরছে না। তবে ৯৯% বিশ্বাস এমন কিছু বলিনি যা দারা তালা* হবে, বা কেনায়া বাক্য বললেও নিয়ত ছিলো মনে হচ্ছে না, ছেড়ে দেওয়া শব্দ যোগ করে বললে তো নিয়ত লাগে না, তাও এভাবে সরাসরি ছাড়ার কথা বলেছি বলেও মনে হয় না, হয়তো ভবিষ্যৎ এর জন্য ভয় দেখাতো পারি।
এখন এরুপ ক্ষেত্রে কি তার মোবাইল দেখা বাধ্যতামূলক? এই ম্যাসেজ ম্যাসেন্জারে পাবো কিনা তাও শিওর না, বেশি সম্ভাবনা আরকি পেতে পারি, আমার বিবাহের সম্পর্কে কি সমস্যা হবে?
৩. যেমনটা বলেছি, আমার ৯৯% বিশ্বাস এমন কিছু বলিনি যা দারা তালা* হবে, বা কেনায়া বাক্য বললেও নিয়ত ছিলো মনে হচ্ছে না, ছেড়ে দেওয়া শব্দ যোগ করে বললে তো নিয়ত লাগে না, তাও এভাবে সরাসরি ছাড়ার কথা বলেছি বলেও মনে হয় না, হয়তো ভবিষ্যৎ এর জন্য ভয় দেখাতো পারি। কিন্তু তাও পরিষ্কার ধমক দিয়েছি বলে মনে হয় না। এখন আরো যদি পূর্বের এমন ঘটনা মনে পরে তখন কি করবো? তার থেকে ম্যাসেজ গুলো দেখতেই হবে? না কি নিজের যা মনে হয়তা দিয়ে সিদ্ধান্ত নিবো।
৪. কোনো শিক্ষক যদি বই অনুযায়ী, জনসংখ্যা সমস্যা, অধিক বাচ্চা নেওয়ার বিরুদ্ধে, বাল্যবিয়ের কুফল, গনতন্ত্র, বিবর্তন এসব নিয়ে পড়ান,কিন্তু বাচ্চা দের এইসব বিষয়ে ইসলামি সঠিক আকিদার পরিচয় না করিয়ে দেন এতে কি উনি কাফের হয়ে যাবেন? (উনি এসব বিশ্বাস করেন না, ইসলামী আকিদায় বিশ্বাসী বইয়ে আছে, টিউশনি বা স্কুলে বা মাদরাসায় পড়ানো লাগে হিসাবে পড়ান)
৫. আমার বউ এর সাথে ভালো কথা বললেও মাঝে মাঝে মনে মনে তালা* এর কথা চলে আসে মুখ দিয়ে উচ্চারন হয়না, কোনো কিছু কথা বললেও তালা* এর ভাবনা চলে আসে। সেদিন স্কুলে এ্টা অংক করিয়ে বললাম শেষ, তখন ও তালা* এর ভাবনা চলে আসে, এভাবে বিভিন্ন ক্ষেত্রে ছাড়ো/ছাড়লাম/ এসব বললেও তালা* এর নিয়ত চলে আসে, মুখে কিছু না বললেও আতঙ্গ লাগে খালি, কি করনীয় আমার?(আমি তো আমার বউএর সাথে থাকতে চাই তাও এসব ভাবনা কেনো যে আসে, মনে হয় এই কি মুখ থপকে বের হয়ে গেলো)
৬. কেও যদি দোয়া করার সময় হঠাৎ অনিচ্ছায় মনে মনে তালাকের শর্ত দিয়ে ফেলে, যে ওই কাজ করলে এমন হবে, কিন্তু সে মুখে বলেছে বলে মনে হচ্ছে না, মুখে অন্য কথা বলেছে এই কথা মনে মনে বলেছে যদিও সে চায় না এরুপ শর্ত দিতে এতে কি, তালা* হবে? মনে মনে শর্ত দিলে কি তা দ্বারা ও তালা* পতিত হয়?
৭. ইচ্ছে করে কেও যদি মনে মনে এমন কথা বলে যা বাস্তবে বললে তার বিবাহ নষ্ট হয়ে যাবে, বা ইচ্ছে করে মনে মনে শর্তযুৃক্ত তালা* এর কথা বলে ফেলে এতে কি তার বিয়ে নষ্ট হবে?