আসসালামু আলাইকুম হুজুর,
আমি আগে বন্ধুদের দের সাথে বাহিরে ঘুরতে গেলে বা পার্কে গেলে, কোন রেস্টুরেন্টে খেতে গেলে খাবার ভালো না লাগলে বন্ধুদের সামনে বলতাম,ডিভোর্স দিলাম,,রেস্টুরেন্টকে উদ্দেশ্য করে। জায়গাটা ভালো না লাগলে সেইম কথাটা বলতাম।। বা কেউ খারাপ হইলেও বন্ধুদের সামনে ওভাবে বলতাম ডিভোর্স দিলাম ঐ লোকটারে। তারপরও মনের মধ্যে সন্দেহ আর ওয়াসওয়াসা আমি কিভাবে কোন ভাবে এই তালাক এর শব্দ গুলা বলতাম। উদ্দেশ্য ছাড়া কি বিষয়ে বলছিলাম মনের ভিতর হঠাৎ সন্দেহ তৈরি হয়।যতদুর মনে পড়ে পার্কে দুইবার বলছিলাম ওভাবে বন্ধুদের সামনে কোন কিছুকে উদ্দেশ্য করে,সেটা খাবার বা অন্য কিছু বা অন্য কেউ হবে। হাসি ঠাট্টায় নিজের অজান্তে বলেছিলাম। তারপরও কোন কিছুই সঠিক মনে নাই।
আসলে হুজুর, ৫ বা ৬ মাসে আগে আমার হয়তো মনে ছিলো যে আমি অন্য কিছুকে উদ্দেশ্য করে বলছিলাম বন্ধুদের সামনে,,,মাথায় যতদুর ভাবনা থেকে মনে হচ্ছে কোন জায়গা বা বিক্রেতা বা অন্য কাউকে বলছিলাম তালা** দিলাম। তা না হলে এতদিনে আপনাদের কাছে অনেক আগেই প্রশ্ন করতাম।...
এখন এতদিন পড় মনে নাই ভুলে গেছি তাই আবার ওয়াসওয়াসা তৈরি হইছে।উল্টাপাল্টা চিন্তা তৈরি হচ্ছে।
তারপরও কি উদ্দেশ্য কি বিষয় নিয়ে কাকে কি বলছিলাম সঠিকভাবে নিশ্চিত ভাবে মনে নাই এ নিয়া মনের মধ্যে সন্দেহ আর ওয়াসওয়াসা হয়।।
তবে মনের মধ্যে প্রবল ধারনা হয় যে স্ত্রীকে উদ্দেশ্য করে কখোনো কিছু বলি নাই।। তারপরও মনের মধ্যে ওয়াসওয়াসা আর সন্দেহ বেড়েই যাচ্ছে।
এর জন্য কোন সমস্যা হবে হুজুর ???