আমি এর আগে একটি প্রশ্ন করেছিলাম আমরা অভিবাবক ছাড়া বিয়ে করেছি বিয়ে শুদ্ধ হয়েছে কি না।
উত্তরে মুফতি ওয়ালি উল্লাহ শায়েখ বলেছেন আমরা যদি হানাফী মাযহাব অনুসরণ করি তাহলে বিয়ে হয়েছে। আমি এতদিন কোন স্পেসিফিক মাজহাব ফলো করি নাই আমি হেদায়েত পাওয়ার পর দ্বীনের সবকিছু ফেসবুক থেকে জানতাম তখন আমি যা জানতে পারছি তাই অনুসরণ করতাম। কিন্তু বিয়ের ব্যাপারে সন্দিহান হয়ে এই ব্যাপারে জানতে গিয়ে বুঝেছি যে কোন একটি মাজহাব ফলো করতে হয়। এক্ষেত্রে এখন যদি আমি হানাফী মাজহাব অনুসরণ করি তাহলে কি পূর্বে লা মাজহাবী বা আহলে হাদীস এবং হানাফী মাযহাবের আলেমদের মাস‌আলা সব গুলো মিলিয়ে আমল করার দরুন আমার বিয়ে টা অশুদ্ধ হবে না কি আমি এখন হানাফী মাজহাব কে অনুসরনীয় হিসেবে গ্রহণ করার জন্য আমার বিয়ে টা শুদ্ধ হয়ে যাবে?