আসসালামু আলাইকুম। মিলভিক বাংলাদেশ নামক একটা সুইডিশ স্বাস্থ্যবীমা কোম্পানি ২০১২ সাল থেকে বাংলাদেশে তাদের সেবা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন প্যাকেজ আছে। যেমনঃ গোল্ড প্যাকেজে মাসিক ৪৭০ টাকা করে জমা দিলে তারা বাৎসরিক সর্বোচ্চ এক লক্ষ টাকার স্বাস্থ্যসেবা প্রদান করবে। এই স্বাস্থ্যসেবাগুলোর মধ্যে রয়েছে বাৎসরিক হাসপাতালের বেডভাড়া (৩০০০ টাকা প্রতি রাত*৩০ দিন=৯০ হাজার টাকা), ৪০০০ টাকার ডাক্তার ভিজিট, ৪০০০ টাকার ওষুধ ও ২০০০ টাকার মেডিকেল টেস্ট ডিস্কাউন্ট, ২৪ ঘন্টা টেলি্মেডিসিন সার্ভি্ এবং হেলথ টিপস। এই একলক্ষ টাকার বেশি কারো চিকিৎসা বাবদ খরচ হলেও বাকিটা তারা প্রদান করবে না, আবার তাত্ত্বিকভাবে যদি ধরেও নেওয়া হয় যে কারো সারাবছরে চিকিৎসাবাবদ কোনো খরচ হলো না, তাহলেও মাসিক ৪৭০*১২=৫৬৪০ টাকা তারা ফেরত দেবে না। অর্থাৎ, ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ ১০০ টাকায় ৫ জিবি ডাটা কিনল, এখন সে কোনো ডাটা খরচ না করলে এক মাস পর সব ডেটা নষ্ট হয়ে গেল, ৩ জিবি খরচ করলে ২ জিবি নষ্ট হলো, ৫ জিবি খুরচ করলে পুরোটাই কাজে লাগল। ৬ জিবি খরচ করা সম্ভব নয়, কারণ সে ৫ জিবির প্যাকেজ কিনেছে। আরো সহজ করে বলা যায়, কেউ ২০০ টাকা দিয়ে ১ কেজি আপেল কিনে পুরোটা খেতেও পারে, অর্ধেক খেতেও পারে, আবার পচিয়ে নষ্ট করতেও পারে-বিক্রেতা এজন্য দায়ী হন না। তেমনি মিলভিক এই গোল্ড প্যাকেজে প্রতি বছরে মোট এক লক্ষ টাকার স্বাস্থ্যসেবা বিক্রি করবে, কারো যদি পুরোটা লাগে পুরোটা নেবে, আংশিক লাগে আংশিক নেবে। এক বছর পর আবার নতুন করে সব কিছু নিতে হবে, পরের বছরের সাথে বকেয়া কিছু যোগ হবে না। এই প্ল্যান যে কোনো মাসেই বাতিলও করা যাবে। আমার প্রশ্ন হলো এখানে গ্রাহক হওয়া কি জায়েজ হবে? ধরুন, যায়েদ ডাক্তার দেখাল, ৫০০ টাকা ভিজিট এলো, ৫০০ টাকা ওষুধ খরচ এলো। সে যদি এই ভিজিটের কাগজ এবং ওষুধের রশিদ এর ছবি মিলভিকের কাছে পাঠিয়ে দেয় তাহলে তারা এই টাকাটা বিকাশ করে পাঠিয়ে দেবে ( উভয়ক্ষেত্রে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত)। উল্লেখ্য যে, এখানে বছরে ৫৬৪০ টাকা খরচ করে ১ লক্ষ টাকার যে সেবা পাওয়া যাচ্ছে তার পুরোটাই টাকার-বিনিময়ে টাকা জাতীয় নয়, যেমন টেলিমেডিসিন সার্ভিসও এর সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ, পুরো প্যাকেজটা একটা কম্বাইন্ড প্যাকেজ, এর কোনো সার্ভিস নেব, কোনোটা নেব না এমন করে বাছাই করা সম্ভব নয়। কাজেই এই কথা সম্ভবত বলার সুযোগ নেই যে এখানে টাকার বিনিময়ে টাকা কেনাবেচা হচ্ছে বা ৫৬৪০ টাকা দিয়ে ১ লক্ষ টাকা কেনাবেচা হচ্ছে, ঠিক তো? এমতাবস্থায় এই ধরণের সেবা ক্রয় করা বা এর গ্রাহক হওয়া জায়েজ হবে কি? বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারেঃ https://milvikbd.com/product-details