আসসালামু আলাইকুম
আমি একজনকে ভালোবাসি এবং সেটা আমার পরিবারের সবাই জানে এমনকি আমার বাবা মাঝে মাঝে ওকে ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আমি বলেছি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, কিন্তু আমার ফ্যামিলির কথা এখন প্রেম করো কিন্তু বিয়ে ছেলে প্রতিষ্ঠিত হলেই দিবো কারন ছেলের পরিবারের কুফু মিলে না আমার পরিবারের সাথে কিন্তু সে যেহেতু ভার্সিটিতে পড়ে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে ইনশা আল্লাহ।
আমরা এতদিন হারামে থাকতে চাইনি নিজেরা বিয়ের সিদ্ধান্ত নেই কিন্তু আমি যেহেতু হেদায়েত পাওয়ার পর ফেসবুক থেকেই দ্বীনের জ্ঞান অর্জন করেছি তাই আমি মনে মনে এটাই দৃঢ় বিশ্বাস করতাম যে অভিভাবক ছাড়া বিয়ে হয় না, কিন্তু হানাফী মাযহাব অনুযায়ী যথাযথ শর্ত পূরণ হলে অভিভাবক ছাড়া ও বিয়ে হবে এবং যেহেতু আমার পরিবার কোন অবস্থাতেই এই মুহূর্তে বিয়ে দিতে রাজি না তাই মনে করেছি যে নিরুপায় হয়ে অভিভাবক ছাড়া বিয়ে করলে ও কবুল হবে তাছাড়া হানাফী মাজহাবে তো অনুমোদিত আছেই।
আমরা গত ১৮ তারিখ রাতে কাজী অফিসে বিয়ে করেছি কিন্তু আমি যেহেতু আগে থেকেই বিশ্বাস করতাম যে অভিভাবক ছাড়া বিয়ে হয় না তাই আমি বিয়ে টাকে সিরিয়াসলি নিতে পারিনি বারবার মনের মধ্যে আসছিলো যে এই বিয়ে না গ্রহনযোগ্য না হলে সমস্যা নাই তো পরে তো ফ্যামিলি থেকে বিয়ে করবোই।
আমার দ্বীনের জ্ঞান তেমন নাই হেদায়েত পাওয়ার পর প্রথমে এটাই জানছিলাম তাই ঐ বিশ্বাস থেকে বের হতে পারিনি তবে ওর বিশ্বাসে সমস্যা নাই।
আমাদের বিয়ের সময় কাজী এবং আরো দুইজন ছিলো তবে তাদের দু জনের বয়স ১৬-১৭ মতো হবে।
আমি বিয়ের আগে একবার চিন্তা করেছি পাপ থেকে বাঁচতে বিয়ে করতেছি আবার মনে হয়েছে এইভাবে বিয়ে হয় না ঠিক কবুল বলার মুহূর্তে আমি কোনটা মাথায় নিয়ে কবুল বলেছি মনে করতে পারছি না।
আমি জানি মানুষের সব কাজ নিয়তের সাথে সম্পর্কিত যেহেতু আমার অভিভাবক ছাড়া বিয়েতে একটু সন্দেহ ছিলো আর বিয়ের সময় ঠিক কোন ধারণা রেখে (এইভাবে বিয়ে গ্রহনযোগ্য হচ্ছে কি না) কবুল বলেছি খেয়াল নাই।
এই জন্য আমি কনফিউজড আসলে আমার মনের এমন চিন্তার জন্য কি তাহলে আমাদের বিয়ে টা হয়নি? মনের মধ্যে এমন দ্বিধা থাকায় আমি আমার স্বামীকে ও পরিপূর্ণ ভাবে মর্যাদা দিতে পারতেছি না বা তার হক আদায় করতে পারছি না মন থেকে, বারবার মনে হচ্ছে আমার ওমন চিন্তার জন্য আমাদের বিয়ে টা অগ্রহনযোগ্য হয়নি তো?
দুশ্চিন্তায় পাগল প্রায় অবস্থা।
একটু সবকিছু বিবেচনা করে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন প্লিজ, আসলে আমরা স্বামী-স্ত্রী এর সম্পর্ক কন্টিনিউ করতে পারবো নাকি মনের ঐ দ্বিধা বাদ দিয়ে আবার বিয়ে করতে হবে কি না?