হুজুর, আসলামুয়ালাইকুম।
আমি দীর্ঘ এক বছর ধরে পবিত্রতা নিয়ে ওয়াসওয়াসাই আক্রান্ত। যতই সেটাকে পাত্তা না দি কিছু না কিছু আমাকে মেন্টালি ধ্বংস করে দেয়। সবসময় ভয়ে থাকি। এই জানি সবকিছু নাপাক হয়ে গেল। সবাই বলে পাত্তা না দিতে তারপরও পারি না। যদি সত্যিই নাপাকি হয়ে যায় তাহলে তো সারাজীবনের নামাজ একটাও হবে না। আপনাদের একটু সাহায্য দরকার।
প্রশ্নটা হলো, আমার একটু প্রস্রাবের সমস্যা আছে। প্রায় ১০-১৫ মিনিট লাগে প্রস্রাব ক্লিন হতে। সমস্যাটা হচ্চে, যখন আমি গোসল করে গা মুছার পর প্রথমে টিস্যু দিয়ে নুনু মুছে ফেলি। কারন অনেক বার গোসল করার পরই নুনু দিয়ে পানি পানি দেখতে পাই মুছে ফেলার পরও এজন্য আমি সাবধান বসত ৩-৪ বার গোসল করতাম(এই জিনিসটা গোসল করার পর হয়, এমনে তেমন একটা হয় না)। এখন সেটা না করে আমি গোসল থেকে বের হওয়ার আগে ভাল করে নুনুতে পানি দিয়ে ধৌত করি যাতে যদি কিছু বেরও হয় সেটা চলে যায়। তারপর গা মুছে টিস্যু দিয়ে মুছে ফেলি। মাঝেমাঝে তারপরও কিছু একটা বের হয়। এখন আমি বুঝতে পারছি না এটা কি টিস্যুর ব্যবহারের পর বের হয়েছে নাকি আগে থেকেই ছিল। আগে থেকে থাকলে তো আমার সবকিছু নাপাক হয়ে যাওয়ার কথা কারন পানিগুলো ওটার সাথে মিশে নাপাক হয়ে যাবে। আমি চিন্তা করলাম এখন থেকে যাই হোক এরকমই করব। কারন তা না হলে আমার কোন পথ নাই ৩-৪ বার গোসল করা। আমার কি সব নাপাক হয়ে গেছে নাকি আল্লাহর উপর ভরসা করে চালিয়ে যাব? আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ।
বড় প্রশ্ন করাই অত্যন্ত দুঃখিত। আর পারতেছি না হুজুর। আমি একধরনের মা-বাবার উপর বুঝা হয়ে বসে রইলাম। মাঝে মাঝে মনেহয় এটা থেকে মৃত্যু সহজ।