আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ,
উস্তাদ, আমার একজন বোন, তিনি প্রেগন্যান্ট এবং অসুস্থও। তার টার্ম পেপার লিখতে হবে। এই অবস্থায় অন্য কেউ যদি তার টার্ম পেপার লিখে দেয় তাহলে কি কোনো সমস্যা হবে, গুনাহ হবে?
আমাদের জানা আছে এসব প্র্যাকটিক্যাল শিক্ষার্থীর মেধা যাচাইয়ের জন্য, তাই অন্য কেউ করে দিলে তা ধোকার শামিল হবে। কিন্তু আমাদের ঐ বোন অসুস্থ, তাই এক্ষেত্রে ওনার টার্ম পেপার কি অন্য কেউ লিখে দিতে পারবে?