আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি কালেমা সাহাদাত জানতাম না অনেক দিন পর পড়েছি কালেমা সাহাদাত । মনে পড়ছে না , যাইহোক হুজুর বিয়ের আগে তো কালেমা সাহাদাত পড়েছি, তাহলে তখনি তো ঈমান নবায়ন হয়েছ তাই না? আর বিয়ে ও শুদ্ধ হয়েছে তাই না?
২. হুজুর আমি আমি যখন কালেমা সাহাদাত জানতাম না তখন অনেক বার কালেমা তাইয়্যেবা পড়েছি, কালেমা তাইয়্যেবা পড়লে কি ঈমান নবায়ন হবে না? হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েছি তাহলে কি আমার ঈমান নবায়ন হবে না? কালেমা তাইয়্যেবা পড়লে কি ঈমান নবায়ন হবে না?
৩. হুজুর আমি আগের প্রশ্ন তে উল্লেখিত কথা আমি বলেছি কিনা সঠিক মনে নেই। যদি না বলে থাকি তাহলে তো ঈমান যাবে না তাই না?
৪. হুজুর ভুল বশত আমি একবার আম্মুর লজ্জাস্থান দেখে ফেলেছি, দিয়ে নামাজ পড়তে গিয়ে সেই কথা মনে হচ্ছিল। মন কে সঙ্গে সঙ্গে অন্য মনস্ক করেছি। হুজুর এর জন্য ঈমান চলে যাবে না তো?
৫. হুজুর নামজ পড়তে গিয়ে শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে এমন হচ্ছে , যেনো অন্য কোথাও সেজদা করছি আস্তাগিরুল্লাহ , মনে হচ্ছে কোনো মন্দির এ আস্তাগিরুল্লাহ সঙ্গে সঙ্গে মন কে পাত্তা না দিয়ে নামাজ আদায় করলাম। হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হওয়ার জন্য ঈমান চলে যাবে না তো?
৬. হুজুর, আমাকে একজন টাকা দিয়ে চাকরী করতে বলছে, দিয়ে এই বিষয় এ আমার মত নেই। সেই জন্য স্ত্রী কে ফোন করে , বলছি তোমার সঙ্গে একটা কথা আছে, কিন্তু যে কথা টা বলবো ( মানে চাকরির কথাটা) সেই কথা তে আমার মত নেই। এই কথা টা বলেছি , দিয়ে শয়তানের ওয়াসওয়াসা র জন্য সঙ্গে সঙ্গে তালাক এর কথা মনে হয়। হুজুর আমি আমার স্ত্রী কে খুব ভালো বাসি । হুজুর ওই কথা টা যখন বলি তখন তালাক এর কথা মনে হয়েছে, কিন্তু আমি মুখে উচ্চরণ করিনি। দিয়ে স্ত্রী কে চাকরির কথা টা বললাম। হুজুর এর জন্য কি তালাক হবে?
৭. হুজুর ওয়াসওয়াসা ব্যাক্তির তালাক গ্রহণ যোগ্য নয়। হুজুর ওয়াসওয়াসা ব্যাক্তির শর্ত তালাক কি গ্রহণ যোগ্য হবে?
৮. হুজুর একটা ভিডিও দেখেছিলাম অনেক ছেলে মজা করছিল , ছেলে গুলো হিন্দু। দিয়ে হটাৎ মনে মনে এমন মনে হচ্ছিল হিন্দু হলে ভালো হতো এমন মনে হলো আস্তাগিরুল্লাহ, সঙ্গে সঙ্গে আস্তাগিরুল্লাহ পড়েছি। হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন হয়েছে। এর জন্য কি ঈমান চলে যাবে? আমি বার বার চেষ্টা করছি এমন না ভাবার তাও মাঝে মধ্যে ওই কথা মনে হলে মনে মনে ভাবনা চলে আসছে, আস্তাগিরুল্লাহ পড়ছি। হুজুর মাঝে মধ্যে এমন ভাবনা হওয়ার জন্য আমার ঈমান চলে যাবে না তো?
৯. হুজুর যখন স্ত্রী সহবাস করছি, তখন শয়তানের ওয়াসওয়াসা তে মনে মনে ভাবনা চলে আসছে মনে হচ্ছে মা এর কথা মনে হচ্ছে। মনে হচ্ছে মা এর সাতে সহবাস এই রকম মনে হচ্ছে, আস্তাগিরুল্লাহ। হুজুর শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হওয়ার জন্য কি আমার বৈবাহিক সম্পর্ক কোনো ক্ষতি হবে বা ঈমানের কোনো ক্ষতি হবে?
১০. হুজুর আমার বিয়ের আগে মা কে স্পর্শ করেছিলাম ভুল করে , দিয়ে ঘটনা স্থানে বীর্য পাত হয়েছে। দিয়ে আপনাদের কে প্রশ্ন করেছিলাম, উত্তর ছিল হুরমত হবে না। কারণ বীর্যপাত হয়েছে। হুজুর যেহেতু মা কে স্পর্শ হয়েছে এর জন্য কি আমার ঈমান চলে যাবে? বা বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে?
আগের প্রশ্নের লিংক
https://ifatwa.info/43540/
হুজুর এই ঘটনা বর্ণনা করা আছে, হুজুর সমস্ত ঘটনা অনুযায়ী আমার ঈমান চলে যাবে না তো? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?