আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
১.শায়েখ আমি রাগে আমার স্ত্রী কে এইসব কথা বলি ,আমি তুমার কাছে আরামদায়ক অনুভব করি না। আমি তুমার কাছে শান্তি পাই না। তাতে কি কিছু হবে?
২.শায়েখ আমি আমার স্ত্রীর সাথে মেসেজে কথা বলার সময় আমি ইংরেজিতে টাইপ করে বলি আমার ৫লাখ টাকা দরকার।তখন আমি টাকা লিখতে গিয়ে "তালা" লিখে ফেলি তখন আমার বিতরে খেয়াল আসে যে আমি "তালা" দিয়ে তালাক বুঝিয়েছি। মনে মধ্যে চিন্তা আসে। আমি কি তালাক লিখতে গিয়েছিলাম। তালাক হয়ে গেছে হইতো।এইসব চিন্তা আসে। তাতে কি কিছু হবে?
৩.আমি এইসব কিছু লিখে টাইপ করার সময় যে (তা,তালা,তালাক) এইসব মুখে উচ্চারণ করে বললাম আর টাইপ করে লিখলাম তাতে কি কিছু হবে?