আসসালামু আলাইকুম,
মুহতারাম মুফতি সাহেব,
কষ্ট করে নিচের বর্ণনাটি পড়ুন । পুরো বিষয়টি ভালোভাবে বুঝানোর জন্য বিস্তারিতভাবে লিখেছি ।
ঘটনাটি ২০১৬ সালের। আমি তখন ঢাকায় আর আমার স্ত্রী লেখাপড়ার জন্য
দেশের বাড়িতে অবস্থান করছিলেন ।
একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার স্বপ্নদোষ হয়েছে । (রাতে যে শার্ট প্যান্ট পড়ে বাসায় এসেছিলাম ক্লান্ত থাকার কারণে ঐ অবস্থায়ই ঘুমিয়ে পড়েছিলাম ।) বলে রাখা ভালো যে, আমার স্বপ্নদোষ বিয়ের আগে থেকেও ঘন ঘন হত এবং পরনের জামা কাপড় আর বিছানাতে যেন নাপাক না লাগে আর যেন আমাকে কষ্ট করে বেশি কাপড়চোপড় ধুতে না হয় এজন্য নাপাকির বিস্তৃতি কমাতে আমি প্রতি রাতে আন্ডারওয়্যার এর নিচে সামনের দিকে সাদা/ গোলাপি রঙের টয়লেট টিস্যু 'মোটামোটি' মোটাভাবে দিয়ে ঘুমাতাম । যাই হোক, আমি পাক নাপাকি নিয়ে খুব চিন্তায় থাকতাম (এখনও থাকি) এবং ওয়াসওয়াসা রোগ থাকার কারণে কোথাও নাপাকী লাগার সম্ভাবনা নিয়ে মন স্থির না করতে পারলে অনেক চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে নিতাম যে নাপাক লেগেছে ।
তো সেদিনের ঘটনায় আমি আমার শার্ট, প্যান্ট, অন্তর্বাস এগুলো বিনা দ্বিধায় নাপাক লেগেছে বলে ধুয়ে দেই ।
সমস্যাটা হল, স্যান্ডো গেঞ্জির নিচের অংশে নাপাক লেগেছে কি না তা প্রথম দেখাতে সুনিশ্চিতভাবে বুঝতে পারিনি । একটা জায়গা দেখে মনে হল এটা নাপাকের দাগ হতে পারে । ভালো ভাবে দেখে একবার মনে হল এটা নাপাকের দাগ, আবার মনে হল এটা কাপড়ের বুননের কারণেও হতে পারে । এটা নিশ্চিত যে প্রথম দেখাতে বিনা দ্বিধায় নাপাক এর দাগ বলে মনে হয়নি । অনেক চিন্তা করে দেখলাম যে নাপাক না হলে তো ভালো, কিন্তু নাপাক কে পাক মনে করার ফলে পুরো বাসা যদি পরে নাপাক হয়ে যায় তখন কী হবে?? তাই সিদ্ধান্ত নিলাম যে নাপাক লেগেছে । বিপত্তিটা হল যখন অন্য সব কাপড় ধোবার পরে গেঞ্জিটা ধুতে গেলাম দেখি যে অফিসের সময় হয়ে আসছে । গোসলের পানির ছিটা পড়ে স্যাঁতসেঁতে হয়ে যাওয়া গেঞ্জি টা টয়লেটের বাইরে একটা স্টিলের র‍্যাকে রেখে দেই । ফরয গোসল করে অফিসে যাই আর অফিস থেকে এসে পরের দিন গেঞ্জিটা ধুয়ে দেই । কিন্তু গেঞ্জিটা যেই র‍্যাকের উপরে রেখেছিলাম ঐ র‍্যাকটা আর গড়িমসি করে ধোয়া হয়নি ।
এদিকে কয়েকদিন পরে আমার স্ত্রী আর আমার শ্বশুর ঢাকায় আসেন এবং আমার শ্বশুর গোসল করে ভেজা গামছাটা ঐ র‍্যাকের উপরে রাখেন । পরে ঐ ভেজা গামছাটা আবার আমাদের নতুন খাটের সামনের দিকের একটা শেল্ফের মত অংশে রাখেন । এখন আমি বলতেও পারছি না যে, আপনার গামছা তো নাপাক (কারণ আমি নিজেও আমার গেঞ্জিটা নাপাক ধরেছিলাম যেন পরে মনে খুঁতখুঁত না লাগে) আবার গামছাটা পাক বলতেও পারছিলাম না কারণ আমি তো গেঞ্জিটাকে নাপাক ধরেই কাজ করেছিলাম ।
পরে সিদ্ধান্ত নিলাম যে, খাট টা যেহেতু নতুন আর মসৃণ তাই ভেজা কাপড় দিয়ে ঐ গামছা রাখা জায়গাটা মুছে দিব । কিন্তু বিভিন্ন কারণে তা করা হয়ে উঠেনি । এর মধ্যে ভাড়া বাসা পরিবর্তন করা হয় এবং খাটের ওই অংশটায়ই কিছু ফাটল/ চিড় ধরে । কোথাও পড়েছিলাম যে এরকম ফাটলের ক্ষেত্রে নাপাক কাঠ শুধু মুছলে পাক হবে না, ধুয়ে শুকাতে হবে ।
এখন এত মোটা খাট খুলে ধুয়ে কোথায় শুকাবো ঢাকা শহরে ! বিষয়টা আমার স্ত্রী কে অনেক দিন পরে বললে তিনি বললেন যে আমি তো প্রায়ই ভেজা আর শুকনা কাপড় দিয়ে জায়গাটা মুছি । কিন্তু আমার মন মানে না (কোথাও যে ধুবার কথা পড়েছিলাম) ।
সমস্যা আরো বেড়ে যায় যখন আমার স্ত্রী ঐ খাটের ঐ জায়গাটাতে পানির গ্লাস আর বোতল রাখতে শুরু করলেন । গ্লাস আর বোতলের বাইরে নিচে অনেক সময় পানি জমে যেত । মনে হত (এখনো মনে হয়) যে বোতল/ বাটি/ গ্লাস এগুলো নাপাক হয়ে যাচ্ছে। বা কোন ভেজা গ্লাস / বাটি ঐ স্থানে রাখার পরে গ্লাস/ বাটি থেকে দুই এক ফোটা পানি গায়ে/ ঘরের মেঝেতে পড়লেও নাপাক ছড়িয়ে পড়ছে বলে মানসিক অশান্তিতে ভুগছি । এসব নিয়ে বিগত বছরগুলোতে প্রায় ঝগড়াও লেগেছে বাসাতে ।
এখন,
আমার প্রশ্ন হল:
উপরের বর্ণনা অনুযায়ী :
সত্যিই কী স্যান্ডো গেঞ্জি তে নাপাক লাগার যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা ঠিক ছিল?
স্যান্ডোগেঞ্জি থেকে স্টিলের র‍্যাকে কী নাপাকী স্থানান্তর হয়েছিল?
আমার শ্বশুরের গামছা কী নাপাক হয়েছিল?
আমাদের খাট থেকে কী এখনো নাপাক ছড়াচ্ছে?
যদি আজ অবধি নাপাক বর্তমান থাকে খাটের মধ্যে তবে তা থেকে 'সহজে' স্থায়ী পরিত্রাণের উপায় কী?
মুহতারাম, মেহেরবানি করে আমার প্রশ্নের ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উত্তর জানিয়ে আমাকে বাধিত করবেন।