اسلام عليكم و رحمةالله و بركاته
শাইখ, কোনো ব্যক্তি গান শুনার ফলে(যে গানগুলোতে বাদ্যযন্ত্র রয়েছে), সেই ব্যক্তির কানে আল্লাহ্ রাব্বুল আলামিন কিয়ামতের দিন গলিত সীসা ঢেলে দেওয়ার শাস্তির ব্যাপারে যেই বর্ণনাগুলো রয়েছে... (কিংবা এক বা একাধিক কোনো আছার বা সালাফের কোনো ক্বওল আছে কি?) গ্রহণযোগ্য পর্যায়ের কি?
এক বর্ণনায় দেখলাম "যে ব্যক্তি কোন গায়কের নিকট বসে গান শুনলো, কিয়ামতের দিন আল্লাহ্ পাক তার কানে গলিত সীসা ঢেলে দিবেন।"- [কানযুল উম্মাল, ১৫/৯৬, হাদীস- ৪০৬৬২]
এধরণের বিষয়গুলো আরো আছে কিনা-সহীহ কিনা-অথবা অন্তত গ্রহণযোগ্য পর্যায়ের কিনা?
নাকি মাওযুয়/জাল?
জানিয়ে উপকৃত করবেন,
جزاك الله خيرًا يا شيخ