বিসমিহি তা'আলা
জবাবঃ-
গর্ভাবস্থায় আসা রক্ত ইস্তেহাযা তথা রোগের রক্ত।
ইস্তেহাযার বিধান হল,
নামায,রোযা করতে হবে। এ অবস্থায় সকল প্রকার ফরয ইবাদত করতে হবে।এবং নফল ইবাদত করা যাবে।
প্রত্যেক ওয়াক্তের জন্য একটি ওজু করে নিলেই যথেষ্ট হবে।এক ওয়াক্তের ভিতর যত সম্ভব উক্ত ওজু দ্বারা ইবাদত করা যাবে। খাওয়াতিনে ইসলামি ইনসাইক্লোপেডিয়া-৩৪১-৩৪৯
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ