আসসালামু আলাইকুম
জনাব, ফরয গোসল আদায়ের উদ্দেশ্যে গোসলের আগে ওযু করি। ওযু করার সময়, গড়গড়াসহ কুলি করা হয় নি। পরবর্তীতে ৪/৫ ঘন্টা পর যখন মনে পড়ছে, তখন বিসমিল্লাহ বলে তিনবার কুলি করেছি (গড়গড়াসহ)।
১. আমার ফরয গোসল কী সম্পন্ন হয়েছে? নামায আদায় করতে পারবো?
আরো দুইটা জিজ্ঞাসা জনাব।
২. https://www.ifatwa.info/5183 এখানে গোসলের যে ১১টা ফরযের কথা উল্লেখ আছে; সেখানে কুলি/ গড়গড়াসহ কুলির কিছু বলা নেই। তাহলে গড়গড়াসহ কুলি না করলেও কী ফরয গোসল আদায় হবে?
৩. মুখে সিগারেটের গন্ধ থাকলে ওযু/ ফরয গোসল আদায় সম্পন্ন হবে?