এমন অনেকের বাসায়ই মাঝে মাঝে থাকা প্রয়োজন পড়ে, যারা পাক - নাপাক একেবারেই বুঝে না।
যেমন -
কাপড় পাক করে ধুতে পারে না। বালতির পানিতে চুবিয়ে চিপে নেয় প্রস্রাবের কাপড়। তারপর সেটা টেপের উপর রেখে দেয়। তাহলে টেপটাও নাপাক হয়ে গেল। কাপড় টা যে দড়িতে নাড়ল সেটাও নাপাক। তার হাত ও নাপাক। যত জায়গায় ধরবে সব ই নাপাক হয়ে গেল। কাপড় ধোয়ার সময় পায়েও নাপাক পানির ছিটা লাগে। সেই পা না ধুয়েই বাথরুম থেকে বের হয়ে যায়। সেক্ষেত্রে বাথরুমের সামনের পাপোশ ও নাপাক এবং ফ্লোর ও নাপাক।
অযু করে ভেজা পায়ে সেই পাপোশ পাড়িয়ে জায়নামাজ এ উঠলে সেই জায়নামাজ ও নাপাক ।
বাচ্চাকে বোলের পানিতে বসিয়ে গোসল করিয়ে তুলে ফেলে। বাচ্চার পুরো শরীর ও নাপাক থাকে, বাচ্চাকে যে গামছা দিয়ে মোছায় সেটাও নাপাক হয়ে গেল, যে বাচ্চাকে কোলে নিল তার কাপড় ও নাপাক হয়ে গেল। গামছা যেখানে নেড়ে দিল সেই জায়গাও নাপাক।
তখন, বাচ্চা গরমের কারণে ঘামলে বা বাচ্চার গায়ে কোনো ভেজা থাকলে কোলেও নিতে পারি না৷ বা কখনও স্বস্তির সাথে কোলে নিতে পারি না নাপাকির ভয়ে৷ এক্ষেত্রে কি করা যাবে?
আবার, বাচ্চা প্রস্রাব করলে প্রস্রাবের কাঁথা ধরে আর হাত ধুয়ে নেয় না। প্রস্রাবসহ এই নাপাক হাতেই রান্নাসহ যাবতীয় কাজ চলতে থাকে।
আর আমি বাধ্য হই অনেক কিছু একইরকম করতে যেহেতু তাদের একেবারে সাথেই থাকতে হয়।
বাচ্চা যেই ওয়েলক্লথে প্রস্রাব করে সেটা শুকিয়ে গেলেই হয়তো পাক মনে করে। সেই ওয়েলক্লথে ইচ্ছামতো ভেজা হাতে ধরে আবার ভেজা প্লেট বাটি রেখে খেতেও বসে যায় যেহেতু পুরো বিছানায় ওয়েলক্লথ বিছানো। সেক্ষেত্রে সেই প্লেট বাটিও নাপাক এবং পরবর্তীতে রান্নাঘরে বা টেবিলে যেখানেই ভেজাসহ এই প্লেটবাটি রাখল সেই জায়গাও নাপাক হয়ে গেল।
নাপাক ডিম সিংকে অনেক বাসন পত্রের উপর ধুয়ে নেয়৷ সব বাসন কোসন ও নাপাক হয় আবার ধোয়ার সময় যত জায়গায় ছিটে সব ই নাপাক হয়।
নিজের চোখের সামনে এই সবকিছুই দেখে, স্বাভাবিকভাবে চলা কিভাবে সম্ভব আমি জানতে চাই। কারণ, যেটা দেখি না সেটা হয়তো সন্দেহ থাকলেও পাক ধরা যায়। কিন্তু, দেখছি যে সবখানেই নাপাক হাত বা কাপড় বা থালা বাসন দ্বারা নাপাকি ছড়িয়ে যাচ্ছে সেখানে কিভাবে কি করব?
স্বাভাবিক থাকার উপায় কি? বেশিরভাগ মানুষ ই তো পাক নাপাক বুঝে না। আর সব মানুষকে সারাক্ষণ এটা নাপাক ওটা নাপাক বলাটাও তো অসম্ভব।
কোনো সহজ মাসআলা কি শরীয়তে আছে কি না? এখানের প্রতিটা বিষয়ে আলাদাভাবে বুঝিয়ে দিলে ভালো হয়।
আমি কিভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করব?
তাদের নামাজ কালাম কিভাবে শুদ্ধ হবে এইসব বিষয় আমি জানতে চাই