আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
211 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
আমার বোনের গর্ভধারণ এর দুই মাস পূর্ন হওয়ার পুর্বেই গর্ভপাত হয়ে যায়।হাদিসে বর্নিত আছে ' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।(সুনানে ইবনে মাজা-১৬০৯)'।

 এখন আমার বোনের প্রশ্ন দুই মাসের পূর্বে মিসক্যারেজের ক্ষেত্রেও কি এই বিধান কার্যকরী?

1 Answer

+1 vote
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুআয ইবনু জাবাল (রাঃ) থেকে বর্ণিত। 
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাতে সওয়াব আশা করলে ঐ সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে।(সুনানু ইবনি মা'জা-১৬০৯)

মুল্লা আলী কারি রাহ লিখেন,
(إن السقط) بالكسر أشهر من أختيه، وهو مولود غير تام. (ليجر أمه) أي: ليسحبها. (بسرره) بفتحتين وكسرها لغة في السين، وهو ما تقطعه القابلة من السرة على ما في القاموس، وفي النهاية: ما يبقى بعد القطع اهـ. والأول أظهر ; لأن الله تعالى يعيد جميع أجزاء الميت كالأظافر المقلوعة، والأشعار المقطوعة والقلفة، وغيرها.
হাদীসে বর্ণিত সিক্বত শব্দ দ্বারা এমন সন্তান উদ্দেশ্য,যে এখনো পরিপূর্ণতা লাভ করেনি। এবং সারার শব্দ দ্বারা নাভী উদ্দেশ্য।

"السقط لغة : الولد ذكرا كان أو أنثى يسقط قبل تمامه وهو مستبين الخلق" انتهى .
সিক্বত শব্দের অর্থ হল, এমন সন্তান যার অবয়ব তৈরী হয়ে গিয়েছে, তবে পরিপূর্ণতা পাওয়ার পূর্বেই তার মৃত্যু হয়ে গিয়েছে।(আল-মাওসু'আতুল ফেকহিয়্যাহ-২৫/৮০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
হাদীসে বর্ণিত সিক্বত শব্দের অর্থের দ্বারা বুঝা যায়, চার মাসের পর গর্ভপাত হলে, কেবল তখনই সেই সন্তান তার বাবা মায়ের জন্য সুপারিশ করবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...