১. ঘটনাটি ৩-৪ বছর আগের এবং এই ঘটনা সম্পর্কে ঐ নারী শত ভাগ শিওর না তবে তার মনে হচ্ছে এমন ঘটনা ঘটেছে ...
**ঐ নারী স্বামীর উপর রাগ করে অথবা ফাজলামো করে একটা সাদা কাগজে ডিভোর্স লিখে আবার নিজেই সাইন করে ,শুধু "ডিভোর্স" এই একটা শব্দই লিখে, ঐ সময় সে জানতো না তার যে অধিকার আছে এবং সে মনে করতো শুধু ছেলেরা তা*কের অধিকার রাখে মেয়েদের এই ক্ষমতা নাই , উল্লেখ্য ঐ নারীর কোনো নিয়ত ছিলো না , এই ঘটনা দ্বারা কোনো সমস্যা হবে কিনা ?
২. পূর্বের ঘটনা দ্বারা যদি বর্তমানে এক তালাক প্রমানিত হয় তাহলে করনীয় কি ?