আসসালামু আলাইকুম,
আমি তালাক শব্দটি নিয়ে খুব ভয় পাই। তাই এটাকে ঝলক - পলক বলি। একদিন স্ত্রীকে কি যেন একটা বিষয়ে বুঝাতে বলি
" অই যে মানুষ বলে না যেটা বললে ইয়ে হয়ে যায় ,কি বলে ঝলক-পলক " ( মানে মানুষ মুখে তালাক বললে যে তালাক হয়েযায় সেটা ইংগিতে বলেছিলাম)
বাক্যের এতটুকু অংশই মনে আছে পড়ের কথাটি ভুলে গেছি, সম্ভবত বাক্যের পরের অংশ বলেছিলাম যে,
"" অই যে মানুষ বলে না যেটা বললে ইয়ে হয়ে যায় ,কি জানি বলে কি বলে ঝলক-পলক, একজন মানুষ তার স্ত্রীকে অইকথাটা বলে""
এই রকম কিছু একটা বলেছিলাম সঠিক মনে পড়ছেনা পরের অংশটুকু কি বলেছিলাম শুধু প্রথম অংশটা মনে আছে।প্রায় ৬/৭মাস আগের ঘটনা।
স্ত্রীকে কি যেনো একটা কথা বুঝাতে গিয়ে বা অন্য কারো একটা কাহিনী বা ঘটনা বলার জন্য স্ত্রীর সামনে অতটুকু কথা বলি। কিন্তু স্ত্রীকে উদ্দেশ্যে করে একথা বলিনি এবং আমার অন্য কোন নিয়ত ছিলোনা এ ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত। আমি শতভাগ সিউর যে এমন কোন কথা বলিনি যার জন্য কোন সমস্যা হতে পারে।
দুইজন উত্তর দিয়েছেন ,তারমধ্যে একজন বলেছেন যে কোন সমস্যা হবে না। অন্যজন বলেছেন নিয়ত যেহেতু নাই তাহলে সমস্যা হবে না।
এখন ভয় হচ্ছে যে স্ত্রীর সামনে
" অই যে মানুষ বলে না যেটা বললে ইয়ে হয়ে যায় ,কি জানি কি বলে ঝলক-পলক "
এর জন্য কোন সমস্যা হবে কিনা?
ঝলক পলক তো শরীয়তের কোন ভাষাও না আর কেনায়া শব্দ ও না। আর আমিতো স্ত্রীকে উদ্দেশ্যে করে বলিনি অন্য কারো একটা ঘটনা বা অন্য একটা বিষয়ে বুঝাতে বলিছি।
প্রশ্ন) একদিন আমি আয়নার সামনে দাড়িয়ে ছিলাম। সেদিন মনে মনে ওয়াসয়াসা আসছিলো তালাকের। আমি পুরোপুরি নিশ্চিত যে আমি অইদিন তালাক শব্দ উচ্চারণ করিনি।শয়তানের ওয়াসওয়াসায় আমাকে ধোকা দেওয়া হচ্ছে যে আমি কি অই শব্দটা উচ্চারণ করেছি কিনা। যদি উচ্চারণ করতাম আমার মনে থাকতো । আমি অনেকটাই নিশ্চিত যে উচ্চারন করিনি। এটা ও কি ওয়াসওয়াসা। এ ব্যাপারে একটু জানাবেন ।