ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্নাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।(সূরা মায়েদা-০৩)
আল্লাহ তা'আলা আরো বলেন,
وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কস্মিণকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতি গ্রস্ত।(সূরা আলে ইমরান-৮৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
"সব জায়গায় ধর্ম টেনে আনবেন না"। এটা শয়তানের প্ররোচনা।মানব জীবনের সর্বত্রই দ্বীন ধর্ম বিচরিত।সবকিছুই ধর্মের ব্যখ্যা অনুযায়ী হবে। সুতরাং যারা এসব কথা বলে, তাদের কথা গ্রহণযোগ্য নয়। তাদের এসব কথাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হবে।