আসসালামু আলাইকুম,
আমি অধিকার বিষয় নিয়ে সঠিক মাসালা পাচ্ছি না,,,আমাকে আজকে সঠিক উত্তর দিবেন দয়া করে। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছি।
স্বামী যদি বলে,তোমার মন চাইলে ডিভোর্স দিও বা তোমার যখন মন চাইবে ডিভোর্স দিও।
এতে স্ত্রী অধিকার পেয়ে যাবে, কিন্তু স্ত্রী যদি না জানে তাহলে অধিকার পাবে না। আপনি বলেছেন স্বামি যদি স্ত্রীকে তালাকের অধিকার দেয় কিন্তু স্ত্রী যদি না জানে বা বুঝতে পারে এবং পড়ে সে নিজের উপর তালাক দিলে পতিত হবে না।
আপনার জবাবের উত্তরটা ছিলো।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
একটা মেয়ে যদি তালাকের অধিকার পায় কিন্তু সে জানে না সে অধিকার পায়ছে বা মেয়েরা মুখে যাই বলুক তালাক হবে না ।
তাকে আর জিজ্ঞেস করবেন না।সে যেহেতু জানে না, তাই তালাক হবে না।
এখন আমি আবার জানতে চাই,
একটা মেয়ে যদি তালাকের অধিকার পায় কিন্তু সে জানে না সে অধিকার পায়ছে বা মেয়েরা মুখে যাই বলুক তালাক হবে না এমনটা জানে।। কিন্তু কেউ যদি না ই জানে যে এইভাবে বললে তালাক হয় তাহলে কি সে তালাকের উদ্দেশ্যে কথাটা বলতে পারে??এই ব্যাপারটা একটু যদি বলতেন???
আপনার উত্তর ছিলো না জানলে বা না বুঝলে স্ত্রী অধিকার পাবে না।
উপরোক্ত আলোকে আমার আবার প্রশ্ন:
স্বামি যদি স্ত্রীকে ম্যসেজে যেকোন প্রকার শব্দ দ্বারা স্ত্রীকে অধিকার দেওয়ার কথা বলে কিন্তু স্ত্রী যদি না জানে বা না বুঝতে পারে বা মাসালা না জানে ....তাহলে কি সে অধিকার পাবে???
আর সে যখন জানেনা বা বোঝেনা বা মাসালা জানেনা,,,,আমার কি উচিত হবে তাকে কখোনো এ বিষয়ে না জানানো???
কারন মেয়ে মানুষ জেনে গেলেই তো সমস্যা।