আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা-তুহ
১. এক বোনের ফুফুদের প্রায় সবারই পরিবারে একজন সরকারি চাকুরীজীবি আরেকজন ব্যাংকার। এখন তাদের বাসায় কি খাওয়া, তাদের উপহার গ্রহণ করা কি উচিৎ হবে?
২. ওই বোনের নিজের বাবাও ব্যাংকার ছিলেন। ১৫ সালে রিটায়ার করেন। এখন পেনশন পান আর মা প্রাইমারির টিচার। এখন সে খাওয়া-পরার ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করবে?
৩. তার কোনো ভাই নাই, বড় এক বোন আছে. এখন সে কি চাকরী করতে পারবে? ইসলামে কোন কোন চাকরীর অনুমতি আছে? বিসিএস দিতে পারবে কি?
৪. আমি যদি ছোটখাটো, অনলাইন গহনাপত্রের বিজনেস করি তা কি জায়েজ হবে? কারণ এগুলি পরে পরিধানকারীরা সাধারণত বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। এতে কি আমার গুনাহ হবে?
৫. একটা ওয়েবসাইট বিভিন্ন লেখকদের গল্প (যা টাকা দিয়ে কিনতে হয়, ফ্রি না, এবং অন্য ভাষায় লেখা) কপি করে (অনুবাদ করে) পোস্ট করে। আমি যদি সেখান থেকে পড়ি তা কি গুনাহের কাজ হবে?
৬. গল্পের বইয়ের চরিত্রগুলি যদি ভিন্ন ধর্মের হয়, বা ধর্ম উল্লেখ না থাকে তাহলে সেটা পড়া কি ঠিক হবে?