আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
(আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন)
আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য নিচের প্রশ্ন গুলো করলাম - (আশাকরি নিচের প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে আপনারা আমাকে হারাম থেকে বাঁচতে সাহায্য করবেন)
আমি অনার্স পাস,সে হিসেবে সরকারি যে কোনো ২য় , ৩য় বা ৪র্থ শ্রেণীর চাকরিতে apply করার অধিকার রাখি। এর আলোকে আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই-
(১) এখন ধরেন আমি যদি apply করার পর টাকার জোরে, যে চাকরিটার জন্য aplly করেছি সেই চাকরিটা নেওয়া হয় (মানে লিখিত ও মৌখিক(Viva)- একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রক্রিয়া যদি ঘুষের টাকার মাধ্যমে হয়, তাহলে কি আমার চাকরি থেকে অর্জিত অর্থ (বেতন) কি হালাল নাকি হারাম হবে??
(২) চাকরিটা তো আমার প্রাপ্য ছিল না কিন্তু আমি টাকার জোরে নিয়ে নিয়েছি। তাহলে যার হক নষ্ট করলাম সে ক্ষেত্রে আমার বিধান কি হবে বা আমি এর জন্য কি করতে পারি?
(৩) Youtube এর বিভিন্ন ভিডিওতে দেখলাম, অনেক আলেম বললো যে- একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়া যদি ঘুষের টাকার মাধ্যমে হয়, তাহলে অন্যের হক নষ্ট করার জন্য কারণে তার অর্জিত অর্থ (বেতন) হালাল হবে না। - এই কথাটা কটটুকু সত্যি (মানে বিষয়টা কি আসলেই এই রকম?)
(৪) লিখিত পরীক্ষায় টিকলাম, এখন যদি মৌখিক(Viva) পরীক্ষায় ঘুষের টাকার মাধ্যমে selection হই এবং চাকরি করতে থাকি, তাহলে আমার চাকরি থেকে অর্জিত অর্থ (বেতন) কি হালাল নাকি হারাম হবে??
(শাইখ, প্রশ্নের উত্তর গুলো প্রদানের মাধ্যমে - আমাকে হালাল জীবন যাপন করতে সাহায্য করুন -,আবার আমার উপার্জনণের সাথে অনেক পক্ষই জড়িত )