আল্লাহ তা'আলা বলেন,
.............. وَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَى أَن تُحِبُّواْ شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ وَاللّهُ يَعْلَمُ وَأَنتُمْ لاَ تَعْلَمُونَ
..........
পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।(সূরা বাকারা-২১৬)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
এভাবে কোনো মেয়েকে নির্দিষ্ট করে দোয়া করা উচিত নয়।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই!
কে আপনার জন্য কল্যাণকর আর কে অকল্যাণকর? তা আল্লাহই ভালো জানেন।সুতরাং নির্দিষ্টকরে কাউকে পাওয়ার জন্য দু'আ না করে বরং যা আপনার জন্য কল্যাণকর হবে, যিনি আপনার জন্য কল্যাণকর হবেন, তার জন্যই আপনি দু'আ করবেন।
আল্লাহর কাছে আপনি এভাবে দু'আ করবেন,
হে আল্লাহ!
যে আমার জন্য দুনিয়া ও আখেরাত উভয় জাহানের জন্যই কল্যাণকর হবে,তাকেই আমার জীবনসঙ্গী হিসেবে দিয়ে দেন।
আর তার ব্যাপারে এভাবে আর না ভেবে বিবাহের পূর্ন উদ্দেশ্য থাকলে বা বিবাহের পূর্ন উদ্দেশ্য যখন হবে,তখন নিজ অভিবাবককে জানিয়ে তাদের মাধ্যমে বিবাহের প্রস্তাব পেশ করতে পারেন।
চোখের হেফাজতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন।