https://ifatwa.info/73281/
১.শায়খ এখানে কমেন্টে ১ নং এ আমি একটা প্রশ্ন করেছিলাম।এখানে একটা বাক্যের(আমার অন্তর থেকে তা**) দিকে ইঙ্গিত করে বলেছিলাম "তালাকের কোনো ইচ্ছে নিয়ে বলেছি বলে মনে হচ্ছে না তাও সন্দেহ হচ্ছে"। ওখানে একটা কথা বলা হয়নি যে আমি ঐ বাক্যটা ঠোট আর জিহবা নাড়িয়ে বলেছি কিন্তু কান পর্যন্ত আসার মতো কোনো শব্দ বের হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এখন আমি যে শুধু এটুকু বলেছি "তালাকের কোনো ইচ্ছে নিয়ে বলেছি বলে মনে হচ্ছে না তাও সন্দেহ হচ্ছে" এটা বলাতে কি কোনো তালাক হবে?স্বামী কর্তৃক তালাকের অধিকার দেয়া থাকলে এক্ষেত্রে কি কোনো তালাক হবে?
২.আর আমার এখনকার কথা কি শরীয়তে গ্রহনযোগ্য যে "আমি ঐ বাক্যটা(আমার অন্তত থেকে তা**।শব্দটা বুঝে নিয়েন) ঠোট আর জিহবা নাড়িয়ে বলেছি কিন্তু কান পর্যন্ত আসার মতো কোনো শব্দ বের হয়েছে কিনা এটা নিয়ে সন্দেহ আছে"?? আর বাক্য নিয়ে শব্দ হয়েছে কিনা এরকম সন্দেহ হওয়ার পরও কি তালাক হবে?যদি অধিকার পেয়ে থাকি?
৩.তালাকের অধিকার প্রাপ্ত কোন মহিলা যদি বলে হিসাব ক্লোজ করতিছি তাহলে কি কোনো তালাক হবে?
৪.ডিফারেন্স শব্দটা কোনো কেনায়া শব্দ?
৫.তালাকের অধিকার প্রাপ্ত কোন মহিলা যদি বলে স্বামী তালাকের অধিকার দিলে তালাক হবে?
৬.আমার স্বামী ডিফেন্স জব করে সে বলছে এই চাকরী করলে ২ টা বিয়ে করা যায় না।তখন আমি বলি যদি বাচ্চা না হয় বা অথবা ও (২ টার যেকোনো একটা বলছি) কোনো সমস্যা হয় বা সমস্যা হয় তখন? সে উত্তরে বলছে সরকার বিচ্ছেদ ঘটাবে বা এমন টাইপের কিছু এরপর সে বলে তুমি তালাক দিবা আসলে আমি ঐ প্রশ্নগুলো আমাদের দিকে ইঙ্গিত করে বলেছি কি না সন্দেহ হচ্ছে।এখন এ অবস্থায় আমি কি তালাকের অধিকার পাবো?
৭.৬ নং প্রশ্নে উল্লেখিত আমি ঐ প্রশ্নগুলো আমাদের দিকে ইঙ্গিত করে বলেছি একটুকু বা আমাদের দিকে ইঙ্গিত করে বলেছি এটুকু লেখার সময় মনে হয় উপরে ১,২ প্রশ্নের কথা বলতেছি কিন্তু আমি আসলে এরকম চিন্তা করতে চাইনি তবুও মাথায় চলে আসছে।আমি মুলত বাক্যটা আমার স্বামীকে যে প্রশ্ন করছি (যদি বাচ্চা না হয় বা অথবা ও (২ টার যেকোনো একটা বলছি) কোনো সমস্যা হয় বা সমস্যা হয় তখন?)এটার দিকে ইঙ্গিত করে লিখতে চাইছি।এখন ১,২ প্রশ্নে কি তালাক হবে?