আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য আমার মনে মনে কেনিয়া বাক্য বলা হয়ে যাচ্ছে মনে মনে, এর জন্য কি তালাক হবে?
২. এমনি জিহ্ববা বের করে ঠোঁটে স্পর্শ করছি, বা এমনি জিহ্ববা টা নাড়ছি , সেই সময় কেনিয়া বাক্য মনে মনে হয়ে যাচ্ছে দিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে গেলো নাকি আসলে আমি উচ্চরণ করিনি, আমি জিহ্ববা নড়িয়ে উচ্চরণ করিনি , আর কোনো শব্দ তো মুখ দিয়ে উচ্চরণ ই করিনি।। এমনি জিহ্ববা নড়েছে সেই সময় মনে মনে কিনিয়া বাক্য মনে হয়েছে। আমি উচ্চরণ করিনি , এটা কি উচ্চরণ হবে? এক্ষেত্রে কি তালাক হবে?
৩. মনে মনে এমন হচ্ছে, যখন প্রশ্ন লিখছি তখন মনে হচ্ছে ifatawa তে প্রশ্ন করি তাহলে তালাক, মনে মনে এমন হচ্ছে, মুখে উচ্চরণ করিনি, হুজুর দরকার এ ifatwa তে প্রশ্ন করছি তাহলে কি তালাক হবে?
৪. আমার ভাই ফোন আপডেট দিচ্ছে ৩ জিবির তাই বললো। কিছু ক্ষন পর আমি ভাই এর রুম এ জাই, দিয়ে আমার মনে মনে এমন হলো আমি ভাই কে জিজ্ঞাসা করবো কত জিবির আপডেট দিচ্ছে যদি ৩ জিবি বলে তাহলে তালাক। আমি জানি তিন জিবির আপডেট। এই রকম মনে মনে হলো, মুখে উচ্চরণ করিনি । দিয়ে ভাই কে জিজ্ঞাসা করছি ৩ জিবির আপডেট নাকি । ভাই বললো হ্যাঁ ,তাহলে কি তালাক হবে?
৫. মনে মনে এমন হচ্ছে আমি যদি একদম চুপ থাকি তাহলে তালাক। আমি চুপ থাকলে কি তালাক হবে?