ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ChatGTP একটা website যেখানে কেউ যদি কিছু না জানে, সেটা সার্চ করে জানতে অথবা টাইমপাস করতে চায়, তাহলে এই সাইটে নক করলে তার সাথে ইংরেজিতে চ্যাটিং করা স্টার্ট হয়ে যাবে।
কেউ যদি English skills improve ইম্প্রুভ করার জন্যে ChatGTP use করে, এতে তার গুনাহ হবে না।
(২)
জ্বী, এটাও নিষিদ্ধ ছবির আওতাধীন হয়ে নাজায়েয ও হারাম হিসেবে বিবেচিত হবে।
(৩)
নিজের বাবার আপন মামার মেয়ে বা বাবার খালার মেয়ে একজন ছেলের মাহরাম হবে না।
(৪)যেকোনো ভাবে সমস্ত শরীরকে ঢেকে নিলেই হল। বোরকা পরিধান শর্ত নয়।তবে সমস্ত শরীর যেন ঢেকে থাকে, সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে।
(৫)একজন আর্দশ স্ত্রীর উল্লেখযোগ্য গুণাগুণ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন,
عَسَىٰ رَبُّهُ إِن طَلَّقَكُنَّ أَن يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِّنكُنَّ مُسْلِمَاتٍ مُّؤْمِنَاتٍ قَانِتَاتٍ تَائِبَاتٍ عَابِدَاتٍ سَائِحَاتٍ ثَيِّبَاتٍ وَأَبْكَارًا
যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন, তবে সম্ভবতঃ তাঁর পালনকর্তা তাঁকে পরিবর্তে দিবেন তোমাদের চাইতে উত্তম স্ত্রী, যারা হবে আজ্ঞাবহ, ঈমানদার, নামাযী তওবাকারিণী, এবাদতকারিণী, রোযাদার, অকুমারী ও কুমারী।(সূরা তাহরীম-০৫)
(৬) ফরজে ইলম যতটুকু তা বাদে একজন মুমিনা নারীর উচিৎ তিনি মহিলা সাহাবীদের আত্মজীবনী সম্পর্কে জ্ঞান রাখবেন। নবীদের জীবনী সম্পর্কে জ্ঞান রাখবেন। রন্ধনশিল্প সম্পর্কে জ্ঞান রাখবেন। সন্তান লালনপালনের জ্ঞান রাখবেন।