আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার স্ত্রী আমাকে একটা কথা বলে মাঝে মধ্যে ঠাট্টা করে। আজকে ফোন স্ত্রী ওই কথাটা বলতে ই যাচ্ছিলো তখন আমার মনে মনে এমন হয়, ওই কথা বললে তালাক এমন মনে মনে হয়। দিয়ে আমি ভয় পেয়ে জাই স্ত্রী ওই কথাটা বলবে বলে । দিয়ে আমি স্ত্রী কে বললাম plz ওই কথাটা আর বলো না আমার খুব খারাপ লাগে । তাই বললাম মুখে উচ্চরণ করে ওই কথাটা বলিনি ওই বলেই বুঝিয়েছি। বিষয় হলো আমার স্ত্রী যদি আমায় ওই কথা বলে মজা করে তাহলে কি তালাক হবে? আমি কিন্তু সর্ত টা মুখে উচ্চরণ করিনি। এক্ষেত্রে কি তালাক হবে যদি স্ত্রী ওই কথাটা বলে!.
২.আসলে আমি টেবিল , বেঞ্চ এ হাত দিয়ে আওয়াজ দিয়ে বাজনা তুলতে পারি।তার মধ্যে হলো হিন্দুদের পূজোর সময় যে বাজনা বাজে সেইটাও পারি। মাঝে মাঝে বাজনা তুলতাম। স্কুলে বা টিউশন এ। এমনি নরমালি হাত দিয়ে বাজনা তুলতাম। কোনো উদ্দেশ্য না এমনি বাজাতাম।এখন মনে হচ্ছে আমি ভুল করেছি । আমি খুবই ওয়াসওয়াসা রুগী, দিয়ে আপনাদের কে প্রশ্ন করেছিলাম আপনাদের উত্তর ছিল ঈমান চলে যাবে না। হুজুর কালকে ভুল করে এমনি হাত দিয়ে শব্দ করছিলাম , হটাৎ মনে হলো , পূজো তে যে বাজনা বাজে সেই বাজনা হচ্ছে। হুজুর দিয়ে আমার খুবই ভয় হয়ে জাই আল্লাহ কসম না জেনে ভুল বসত হয়ে গিয়েছে। বেশি ক্ষন না ৫ থেকে ১০ সেকেন্ড হবে যখনই বুঝতে পারি তখনি বন্ধ করে দিয়েছি , হুজুর ভুল করে হয়ে গিয়েছে , আল্লাহ কসম, ভুল করে হয়েছে, আমি খেয়াল করিনি, একদম ভুল করে হয়েছে, এর জন্য কি ঈমান চলে যাবে?
৩. হুজুর আমার খুব ভয় আমার স্ত্রী হয়ত রেগে তালাকের কথা বলবে বলে খুব ভয় লাগে , তাই আমি আমার স্ত্রী কে কি এমন ভাবে বলতে পারি যে , জীবনে জাই হয়ে যাক না কেন ওই কথাটা মুখ দিয়ে উচ্চরণ করো না । এমন ভাবে বলতে পারি? অবশ্য একবার স্ত্রী কে বুঝিয়ে বলেছিলাম , আমি কি এই কথা বলতে পারি??? আর বলার জন্য কোনো সমস্যা হবে না তো?
৪. মনে মনে এমন হচ্ছে, একটা কথা মনে পড়ছে না , দিয়ে মনে মনে হচ্ছে যদি ওই কথা মনে পড়ে তাহলে তালাক, এই রকম মনে মনে হচ্ছে , হুজুর, দিয়ে ওই কথা মনে পড়লো তাহলে কি তালাক হবে? যা হয়েছে মনে মনে।
৫. মনে মনে এমন হচ্ছে যদি কোনো মেয়ের দিক এ তাকাই তাহলে তালাক, মনে মনে হচ্ছে দিয়ে হুজুর কোনো মেয়ের দিক তাকালাম তাহলে কি তালাক হবে? মনে মনে হচ্ছে।
৬. হুজুর মনে মনে এমন হচ্ছে যদি ifarawa তে প্রশ্ন করি তাহলে তালাক এবং মনে মনে এমন হচ্ছে যদি ifatawa থেকে উত্তর দেই তাহলে তালাক। সম্পূর্ণ মনে মনে হচ্ছে,হুজুর প্রয়োজন এ প্রশ্ন করলাম ও উত্তর দিলেন তাহলে কি তালাক হবে?
৭. মনে মনে নানারকমের সর্ত তালাকের চিন্তা মাথায় আসছে, আমার রাগ হয়ে জাই , দিয়ে মুখ দিয়ে উচ্চরণ করেছি " হোট"বলে নিজের কাজে মগ্ন হয়ে জাই। রাগ করে "হোট" কথা টা বলার জন্য কি যেটা মনে মনে ভাবনা হচ্ছিলো সেটা সর্ত তালাক হবে? বা কোনো তালাক হবে?
৮. হুজুর কারো সাতে কথা বলছি , তখনি মনে মনে তালাক কথা টা হচ্ছে, আমি তো কথা বলছি একজনের সঙ্গে মনে মনে তখন তালাক কথা টা হচ্ছে, আমি কিছু কথাই বলে যাচ্ছি কিন্তু তালাক কথা টা উচ্চরণ করিনি। হুজুর কারো সাতে কথা বলছি মুখ ও জিহ্ববা নড়ছে , কথা বলছি সেই সময় তালাক কথা টা মনে হলে কি তালাক হবে? বা এটা কে কি উচ্চরণ বলা হবে? আমি কিন্তু অন্য কথা বলছিলাম আর তালাক টা মনে ।মনে হচ্ছিল এক্ষেত্রে কি তালাক হবে? বা উচ্চরণ হবে?
৯. হুজুর মনে মনে এমন হচ্ছে, যদি এটা হয় বা ওটা হয় তাহলে তালাক। হুজুর এটা সম্পূর্ণ মনে মনে হচ্ছে, দিয়ে যদি হুজুর সেটা হয়। বা ওটা হয় তাহলে কি তালাক হবে? মনে মনে হয়েছে মুখে উচ্চরণ করিনি।
১০. হুজুর আমি দাড়িয়ে পানি খেতে যাচ্ছি দিয়ে মনে হলো দাড়িয়ে পানি খেলে তালাক। দিয়ে সঙ্গে সঙ্গে বসে পানি খেতে যাচ্ছি দিয়ে মনে হচ্ছে বসে পানি খেলে তালাক। মনে মনে এমন হলো দিয়ে আমি বসে পানি টা খেলাম। এর জন্য কি তালাক হবে? যা হয়েছে মনে মনে। মুখে উচ্চরণ করিনি
১১. হুজুর আমার আলসি তে হাই উটতে যাচ্ছিলো , আমি হাই টাকে মুখের মধ্যে চেপে হাই তুলছি , যেনো তালাক কথা টা না উচ্চরণ হয়। মুখের মধ্যে চেপে হাই তুলতে গিয়ে মনে মনে তালাক কথা টা হয়ে জাই আর নাক দিয়ে বাতাস বেরোচ্ছিল আর সেই সময় তালাক কথা টা মনে হয়, আমার ঠাণ্ডা লেগেছে তাই কানে, নাকে কথা বাজছে তাই মনে হয়। আমি যখন নিশ্বাস ছাড়ছি তখন তালাক কথা টা মনে হয় আর বাতাসের তালে তালে তালাক কথা টা মনে হয়, তার শব্দ তে মনে হলো উচ্চরণ হয়ে গেলো মনে হচ্ছে শুনতে পাচ্ছি, কিন্তু আসলে আমি উচ্চরণ ই করিনি। জিহ্ববা নড়েনি, ঠোঁট নড়েনি। মনে মনে ই হয়েছ এ এবার হাই তোলার জন্য মনে হচ্ছে উচ্চরণ হয়ে গেলো নাকি, হয়ত হালকা জিহ্ববা নড়েছে হাই তুলতে গিয়ে কিন্তু আমি মন থেকে স্পষ্ট ভাবে উচ্চরণ করিনি এক্ষেত্রে কি তালাক হবে? আর এটাকে উচ্চরণ ধরা হবে?
১২. স্ত্রীর সঙ্গে ফোনে কথা কাটা কাটি হচ্ছিলো, দিয়ে ফোন রেখে দিয়েছি, দিয়ে মনে মনে আমার এমন মনে হচ্ছে স্ত্রী হয়ত রেগে তালাক ই বলছে। এই রকম মনে মনে ভাবনা হচ্ছে এর জন্য কি তালাক হবে?
১৩. হুজুর স্ত্রীর সঙ্গে একটু মন কষা কষি হয়। দিয়ে শয়তানের ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে এর পর যদি ঝামেলা হয় তাহলে তালাক। মনে মনে এমন হয়েছে মুখে উচ্চরণ করিনি। এর পর যদি স্ত্রীর সঙ্গে ঝামেলা হয় তাহলে কি তালাক হবে?
১৪. মনে মনে এমন হলো আমি যদি স্ত্রী র কাছ থেকে দুঃখ পেয়ে চোখ দিয়ে জল পড়ে তাহলে তালাক , হুজুর কোনো কারণে স্ত্রীর কাছ থেকে দুঃখ পেয়ে চোখ দিয়ে জল পড়ে তাহলে কি তালাক হবে , যা হয়েছে মনে মনে?
১৫. হুজুর মনে মনে এমন হচ্ছে স্ত্রী কে যদি অমুক কথা বলি তাহলে তালাক, এই রকম মনে মনে হচ্ছে, দিয়ে স্ত্রী কে সেই কথা বললাম তাহলে কি তালাক হবে?
১৫.১ আমার স্ত্রী আমাকে বলছে ওয়াসওয়াসা ব্যাক্তির তালাক হয় না । আমাকে তাই বলছে , এই কথার দরুন কি কিছু হবে?
১৫.২ হুজুর পর পর তিন শুক্রবার জুম্মার নামাজ পড়া হয়নি দুই শুক্র বার বাড়ির বাইরে ছিলাম। আর আজকে আলসির কারণ এ নামাজ পরা হয়নি তাহলে ঈমান চলে যাবে?
১৬. হুজুর মুখের মধ্যে এমনি জিহ্ববা নড়েছে হালকা আর মনে মনে তালাক কথাটা হয়েছে , দিয়ে মনে হচ্ছে উচ্চরণ হয়ে গেলো। হুজুর যদি উচ্চরণ ও হয় আমার মুখ থেকে কোনো শব্দ বের হয়নি কারণ আমার ঠোট বন্দ ছিল মানে মুখ বন্ধ ছিল। যা হয়েছে মুখের মধ্যে , বাইরে ঠোঁট নড়েনি। বন্ধ অবস্থায় ছিল। এক্ষেত্রে কি উচ্চরণ হবে? বা তালাক হবে? Plz বলবেন।