ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্ত্রীর মৃত্যুর সাথে সাথেই স্বামীর সাথে ঐ মৃত স্ত্রীর সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং স্বামী তার মৃত স্ত্রীকে দেখতেও পারবে এবং স্পর্শও করতে পারবে না।সুতরাং গোসলও দিতে পারবে না। তবে স্বামী মারা গেলে ইদ্দতের মধ্যে যেহেতু স্বামীর সাথে উক্ত স্ত্রীর কিছুটা সম্পর্ক এখনো বাকী রয়েছে বলে ধরে নেয়া হবে, তাই স্ত্রী তার মৃত স্বামীকে দেখতেও পারবে, এবং গোসলও দিতে পারবে।
(والمرء ۃ تغسل زوجہا بخلافہ) أی الرجل فإنہ لا یغسل زوجتہ لا نقطاع النکاح وإذا لم توجد امراءۃ لتغسیلہا ییممہا ولیس علیہ غض بصرہ عن ذرا عیہا بخلاف الأجنبی۔(مراقی الفلاح: ص۱۴۰،۱۴۱)-
(قولہ والفتویٰ علی بطلان الوصیۃ) عزاہ فی الہندیۃ إلٰی المضمرات ’’أی لو أوصٰی بان یصلی علیہ غیر من لہ حق التقدم أو بان یغسلہ فلان لا یلزم تنفیذ وصیتہ(رد المحتار المعروف بالشامی: ج۳، ص۲۲۱)-