ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি মান্নত করেছিলেন যে, যোহর মাগরিব আর এশা এই তিন ওয়াক্তের সাথে সবসময় দুই রাকাত নফল নামাজ পড়বেন। এই নিয়তের কারণে আপনার জন্য এই তিন ওয়াক্তে সর্বদা দুই রাকাত নামায পড়া ওয়াজিব। যদি কখনো নফল নামায পড়া সম্ভবপর না হয়, তাহলে তখন আপনাকে কা'যা আদায় করতে হবে।এবং ওয়ারিছদেরকে নামাযের ফিদয়া আদায় করার নসিহত করে যেতে হবে।
وکذا إذا نذر أن یصلي نافلۃ فإنہ یجب علیہ الوفاء؛ لأن الصلاۃ من جنسہا واجب، و إن کان النذر معلقًا بشرط: إن شفی اللّٰہ مریضي أو إن قدم فلان الغائب فللّٰہ علي صوم شہر أو صلاۃ رکعتین، فإذا وجد الشرط فعلیہ الوفاء بالنذر نفسہ؛ لأن المعلق بالشرط کالمنجز۔ (الفقہ الإسلامي وأدلتہ : ۳؍۴۸۴)فقط